India Women Cricket team

সাত বছর পর টেস্ট খেলতে নেমে স্পিনারদের দাপটে ভাল জায়গায় ভারতের মেয়েরা

২৯ ওভার বল করে ৭৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন রানা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ০০:৫৮
Share:

উল্লসিত ভারতের মহিলা দল টুইটার

দীর্ঘ সাত বছর পর টেস্ট ক্রিকেট খেলতে নামলেন ভারতের মেয়েরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ২৬৯ রান তুলেছে ইংল্যান্ডের মেয়েরা। ভারতের দুই স্পিনার স্নেহ রানা ও দীপ্তি শর্মার দাপটে কিছুটা কোণঠাসা তারা। ইংরেজ অধিনায়িক হেথার নাইট টসে জিতে ভারতকে বল করতে পাঠান। শুরুটা ভালই করেছিল আয়োজকরা। ৬৯ রানের মাথায় উইনফিল্ডের উইকেট হারায় তারা। পুজা ভস্ত্রকারের বল ড্রাইভ করতে গেলে বল উইনফিল্ডের ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া প্রায় প্রথম স্লিপের কাছাকাছি জায়গায় নিজের শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ ধরেন।

Advertisement

এরপর ব্যাট করতে নামেন নাইট। দারুণ খেললেও শতরান হাতছাড়া করেন তিনি। ৯৫ রান করে দীপ্তি শর্মার বলে আউট হতে হয় তাঁকে। ট্যামি বিউমন্টের সঙ্গে ৭১ রানের জুটি তৈরি করেন তিনি। স্নেহ রানার বলে ব্যক্তিগত ৬৬ রানে শেফালি বর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিউমন্ট। নাতালি শিভার আউট হন ৪২ রানে। ব্যাট করছেন সোপিয়া ডাঙ্কলে ও জর্জিয়া এলুইস।

২৯ ওভার বল করে ৭৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন রানা। ১৮ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট পান দীপ্তি। পুজা পেয়েছেন ১টি উইকেট। যে পিচে এই ম্যাচ খেলা হচ্ছে সেখানে সাসেক্স এবং গ্লস্টারশায়ারের মধ্যে টি২০ ম্যাচ খেলা হয়েছিল শুক্রবার। ফলে উইকেট যে আরও ভাঙবে, সহজেই অনুমান করা যায়। সেক্ষেত্রে ভারতের স্পিনাররা আরও বেশি সুবিধা পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement