জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটে ওয়ান ডে-ই জিততে হবে ভারতকে। আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ান ডে-তে দু’নম্বর স্থান ধরে রাখতে। শুক্রবার থেকে অজিঙ্ক রাহানেদের জিম্বাবোয়ের লড়াই শুরু হচ্ছে। আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এখন দু’নম্বরে ভারত (১১৫ পয়েন্ট)। এগারো নম্বরে জিম্বাবোয়ে (৪৪ পয়েন্ট)। জিম্বাবোয়েকে ৩-০ হারালে ১১৫ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে দু’নম্বরে টিকে থাকবে ভারত। ২-১ জিতলে ভারতের দুই র্যাঙ্কিং পয়েন্ট কমবে। তবে দু’নম্বরেই থাকবেন রাহানেরা। তবে ১-২ হারলে ভারত চার পয়েন্ট হারিয়ে নেমে যাবে চতুর্থ স্থানে। আর জিম্বাবোয়ে ৩-০ জিতলে ৫২ পয়েন্ট পেয়ে দশে উঠে আসবে তারা।