ভারত ১ (সুনীল) : পাকিস্তান ০

দশ জনের ভারত হারাল পাকিস্তানকে

দর্শকদের ‘নন স্টপ’ গান, সুনীল ছেত্রীর গোল, রবিন সিংহের লাল কার্ড, পাকিস্তানের হার, উইম কোভারম্যান্সের দলের জয়ের পর লাগামছাড়া উচ্ছ্বাস---রবিবাসরীয় বেঙ্গালুরু স্টেডিয়ামে সে এক হইহই কাণ্ড। হবে নাই বা কেন, ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই তো আলাদা মাত্রা পেয়ে যায় ছোট-বড় যে কোন ধরনের ম্যাচই। ফুটবলও যে তার ব্যতিক্রম নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০৩:১০
Share:

দর্শকদের ‘নন স্টপ’ গান, সুনীল ছেত্রীর গোল, রবিন সিংহের লাল কার্ড, পাকিস্তানের হার, উইম কোভারম্যান্সের দলের জয়ের পর লাগামছাড়া উচ্ছ্বাস---রবিবাসরীয় বেঙ্গালুরু স্টেডিয়ামে সে এক হইহই কাণ্ড। হবে নাই বা কেন, ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই তো আলাদা মাত্রা পেয়ে যায় ছোট-বড় যে কোন ধরনের ম্যাচই। ফুটবলও যে তার ব্যতিক্রম নয়।

Advertisement

ইনচিওন এশিয়াডের জন্য এ দিন প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১-০ হারাল ভারত। দু’ম্যাচের সিরিজে এই মুহূর্তে এগিয়ে গেলেন সুনীলরা। এ দিন ম্যাচের শুরুটা অবশ্য ভাল করেছিল পাকিস্তানই। তবে কিছুক্ষণ পরই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। একটা সময়ে সুনীলদের আক্রমণে বেশ অস্বস্তিতেই পড়ে যায় পাক রক্ষণ। বিরতির ঠিক আগে গোলও পেয়ে যায় ভারত। লালরিন্দিকার কর্নার কিক-এ রবিন হেড করেন। সেটা সুনীলের পায়ে লেগে জালে জড়ায়।

বিরতির পরও কোভারম্যান্সের দলের আধিপত্যই ছিল বেশি। অন্তত দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে রবিন মাঠ ছাড়ার আগে পর্যন্ত। ভারত দশ জন হয়ে যাওয়ার পর সুনীলরা এক গোল ধরে রাখতেই যেন বেশি ব্যস্ত হয়ে পড়েন। আর সে সুযোগে পাকিস্তানও পাল্টা আক্রমণে উঠে বেশ কয়েকটি ভাল সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।

Advertisement

সোমবারে

কলকাতা লিগ- মহমেডান : আর্মি একাদশ (বারাসত স্টেডিয়াম, ৪-০০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement