ভারতীয় ‘এ’ দল। ইংল্যান্ডের বিরুদ্ধে। ছবি:এএফপি।
প্রথম অনুশীলন ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড একাদশ। দ্বিতীয় ম্যাচে বাজিমাত ভারতের। ১৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে দুটো অনুশীলন ম্যাচে প্রথম দল ও রিজার্ভ বেঞ্চকে মেপে নিল টিম ম্যানেজমেন্ট।
বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে পুরো ওভারও শেষ করতে পারেননি মর্গ্যান, স্টোকসরা। ৪৮.৫ ওভারে ২৮২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেন করতে নেমে জেসন রয় ২৫ রানে প্যাভেলিয়নে ফিরে গেলে ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো। হেলসের ৫১ ও বেয়ারস্টোর ৬৪ রানের ইনিংস যতটা বড় রানের ইঙ্গিত দিয়েছিল পরের ব্যাটসম্যানরা সেটা এগিয়ে নিয়ে যেতে পারেনি। স্টোকসের ৩৮ ও রশিদের ৩৯ সাময়িক স্বস্তি দিয়েছিল। শেষ বেলায় উইলির অপরাজিত ৩৮ রানের ইনিংস সমর্থন না পাওয়ায় এগলো না। বল হাতে ভারতের বোলাররা এদিন হতাশ করেননি। তিনটি উইকেট নেন পারভেজ রসুল। দুটো করে উইকেট প্রদীপ সাঙ্গওয়ান, অশোক দিন্দা ও শাহবাজ নাদিমের। এক উইকেট সিদ্ধার্থ কলের।
আরও খবর: বাঁ দিকের ছেলেটিকে চিনতে পারছেন? আজকের এক তারকা
জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এদিন ভারতের অধিনায়কত্ব করতে দেখা যায় অজিঙ্ক রাহানেকে। ওপেন করতে এসে উইলির বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরার আগে আসল কাজটি করে দিয়ে গিয়েছিলেন তিনিই। ৮৩ বলে ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিসহ রাহানের সংগ্রহ ৯১। তাঁকে যোগ্য সঙ্গত আর এক ওপেনার সেলডন জ্যাকসনের। ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ঋশভ পন্থও ভরসা দিয়ে যান ভারতীয় ব্যাটিংকে। তাঁর ব্যাট থেকে আসে ল৫৯ রান। সুরেশ রায়না করেন ৪৫ রান। ৩৪ বলে এই ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারিতে। ২৩ রান করে অপরাজিত থাকেন দীপক হুদা। ৬২ বল থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত ‘এ’ দল। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন উইলি, জেক বল, রশিদ ও মইন আলি।