লিয়ঁর স্পিনে বিধ্বস্ত ভারত। ছবি: রয়টার্স।
ভারত ১৮৯
অস্ট্রেলিয়া ৪০/০
গতকালই আশ্বস্ত করেছিলেন বিরাট কোহালি। পুণের পুনরাবৃত্তি আর কিছুতেই হবে না। বেঙ্গালুরুর প্রথম দিনে সত্যিই যে তা হল না, তার এক মাত্র কারণ লোকেশ রাহুল। নইলে পুণের ১০৫ আর ১০৭-এর কাছাকাছিই থাকত বেঙ্গালুরুর প্রথম ইনিংস। সেই ম্যাচে দুই ইনিংসেই ৬টা করে উইকেট নিয়ে ভারতকে শেষ করে দিয়েছিলেন ওকিফ। আজ বেঙ্গালুরুর প্রথম দিনে একা ৮ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে বিধ্বস্ত করে দিয়ে গেলেন আর এক স্পিনার নাথান লিয়ঁ। ৭১.২ ওভারে মাত্র ১৮৯ রানেই অল আউট ভারতের প্রথম ইনিংস। লোকেশ একা করলেন ৯০। ২০৫ বলে এই ৯০-এর মধ্যে ছিল ৯টা বাউন্ডারি। দলের বাকি ৯৯ রানের মধ্যে সর্বোচ্চ স্কোর করুণ নায়ারের (২৬)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে স্কোর বিনা উইকেটে ৪০। ডেভিড ওয়ার্নার ২৩ রানে এবং ম্যাট রেনশ ১৫ রানে ক্রিজে আছেন।
লজ্জা বাঁচাল রাহুলের ব্যাট। ছবি: রয়টার্স।
আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহালি। কাঁধে চোট পাওয়া মুরলি বিজয়ের জায়গায় দলে আসা ওপেনার অভিনব মুকুন্দ কোনও রান না করেই মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। দলের রান তখন ১১। প্রথম ডাউনে নেমে পূজারাও বেশ নড়বড়ে অবস্থায় ১৭ রান করে আউট হয়ে যান। ৬৬ বল খেলে লিয়ঁর বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৭২। লোকেশ রাহুল ৪৮ রানে ক্রিজে ছিলেন। লাঞ্চের পর নামেন কোহালি। ১৭ বলে মাত্র ১২ রান করে লিয়ঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ভারত অধিনায়ক। দলের রান তখন ৮৮। ড্রিঙ্কের পর ১৭ রান করে আউট রাহানে। লিয়ঁর বলে স্টাম্প। করুণ নায়ার ২৬ রান করে স্টাম্প হন ওকিফের বলে। অশ্বিন মাত্র ৭ রান করে লিয়ঁর বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঋদ্ধিমান করেন ১ রান। লিয়ঁর বলে তাঁর ক্যাচ নেন স্মিথ। একই ভাবে আউট রবীন্দ্র জাডেজাও। ৩ রান করে। প্রায় শেষ পর্যন্ত লড়ে ৯০ রান করে আউট হন লোকেশ রাহুল। এর পর ইশান্ত শর্মা নেমে কোনও রান করতে পারেননি। শেষ দুটি উইকেটও নেন লিয়ঁ। শূন্য রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।
ফের ব্যর্থ বিরাট কোহালি। ছবি: পিটিআই।
এই টেস্টে অস্ট্রেলিয়া টিমে কোনও পরিবর্তন নেই। ভারতীয় দলে দু’টি বদল হয়েছে। মুরলি বিজয়ের জায়গায় অভিনব মুকুন্দ। আর জয়ন্ত যাদব বাদ পড়ে তাঁর জায়গায় দলে ঢুকলেন করুণ নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন করুণ। সেই টেস্টে তিনি চোট পাওয়া অজিঙ্ক রাহানের জায়গায় দলে ঢুকেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রাহানে ফিরে আসায় জায়গা হয়নি করুণের। বেঙ্গালুরুতে ফিরে এলেন তিনি। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব এই টেস্টে দলে ঢুকতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়নি।
আরও পড়ুন- বেঙ্গালুরুতে বাগ্যুদ্ধ, স্মিথ কটাক্ষে বিরাট জবাব