শনিবার ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরা। ফাইল ছবি
খুব বেশি রক্ষণাত্মক হলে চলবে না। আবার আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেও চলবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে দলের ব্যাটসম্যানদের এমনই পরামর্শ দিলেন যশপ্রীত বুমরা।
শনিবার প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। চার উইকেট নিয়ে সবার আগে রয়েছেন বুমরাই। কিন্তু প্রথম টেস্টে ৩৬-এ অল আউটের স্মৃতি এখনও তাজা। দেখা গিয়েছে, বোলাররা তাঁদের কাজ করলেও ব্যাটসম্যানরা আসল কাজটা করতে পারছেন না।
সেটা মনে করেই বুমরা বলেছেন, ‘‘আমরা এখনই বেশিদূর ভাবতে চাইছি না। একটা সেশন ধরে এগোতে চাই। মানসিকতার দিক থেকে খুব বেশি রক্ষণাত্মক হতে চাই না। পজিটিভ থাকতে চাই। ভুল শট খেলে আউট না হওয়াই আমাদের লক্ষ্য থাকবে।’’
আরও খবর: বোলারদের পারফরমেন্সে খুশি বিরাট কোহালি
আরও খবর: মুম্বইয়ের টি-টোয়েন্টি দলে ঢোকা কঠিন সচিন-পুত্রের
অধিনায়ক অজিঙ্ক রাহানের বুদ্ধির তারিফ করেছেন অনেকেই। তাঁর একাধিক কৌশলী চালের একটি ছিল প্রথম ঘণ্টাতেই রবিচন্দ্রণ অশ্বিনকে বোলিংয়ে নিয়ে আসা। সে প্রসঙ্গে বুমরা বলেছেন, ‘‘সকালে বোলিংয়ের সময় দেখেছিলাম উইকেটে আর্দ্রভাব রয়েছে। সেটাকে আমরা ব্যবহার করতে চেয়েছিলাম। তাই ভেবেছিলাম আমাদের দুই স্পিনার অশ্বিন এবং জাড্ডু (রবীন্দ্র জাডেজা) বাড়তি সাহায্য পাবে। অশ্বিন সত্যিই ভাল বল করেছে।’’
শুধু বোলার পরিবর্তন নয়, ফিল্ডিং পরিবর্তনেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রাহানে, যা প্রশংসা আদায় করেছে খোদ শেন ওয়ার্নের। এ সম্পর্কে বুমরার মন্তব্য, ‘‘বোলার এবং ক্যাপ্টেনের মধ্যে অনবরত আলোচনা চলছিল। প্রথম সেশনের পর উইকেট বদলে যায়। দ্বিতীয় সেশনে ব্যাট করা অনেক সহজ ছিল।’’