এক দিনে জোড়া বিশ্বরেকর্ড

ফাইনালে ওঠার পথে এ ভাবে যে জোড়া নজির গড়ে ফেলবেন নিজেও ভাবতে পারেননি স্বীকার করে নেন অ্যাডাম। তিনি বলেন, ‘‘সত্যি বলছি বিশ্বাস হচ্ছিল না প্রথমে। ইভেন্টে নামার সময় যা যা করতে হয় সেটাই করেছি। ভাবিনি এ রকম বিশ্বরেকর্ড করে ফেলব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১১:৫০
Share:

নায়ক: বিশ্বরেকর্ড গড়ে ব্রিটেনের অ্যাডাম পিটি। এএফপি

নিজেও বিশ্বাস করতে পারছেন না অ্যাডাম পিটি!

Advertisement

ব্রিটিশ সাঁতারু বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই দিনে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে। গত বারের চ্যাম্পিয়ন ২২ বছর বয়সি অ্যাডাম প্রথমে হিটে ২৬.১০ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ড গড়েন। পরে সেমিফাইনালে নিজেরই গড়া নজির ভেঙে দেন ২৫.৯৫ সেকেন্ডে শেষ করে। ফাইনালে ওঠার পথে এ ভাবে যে জোড়া নজির গড়ে ফেলবেন নিজেও ভাবতে পারেননি স্বীকার করে নেন অ্যাডাম। তিনি বলেন, ‘‘সত্যি বলছি বিশ্বাস হচ্ছিল না প্রথমে। ইভেন্টে নামার সময় যা যা করতে হয় সেটাই করেছি। ভাবিনি এ রকম বিশ্বরেকর্ড করে ফেলব।’’

মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও মঙ্গলবার বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন কানাডার কাইলি মাসে। ২১ বছর বয়সি কাইলি ৫৮.১০ সেকেন্ড সময় নেন। ভেঙে দেন ২০০৯ সালে জেমা স্পফফোর্থের ৫৮.১২ সেকেন্ডের রেকর্ড। ‘‘অভিভূত। জািন না কী বলব,’’ সোনা জিতে বলেন কাইলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement