বিরাট কোহালি। ছবি: পিটিআই।
রাঁচী টেস্টেই হাতে চোট পেয়ে ছিলেন। তার পরও ব্যাট হাতে নেমেছিলেন। কিন্তু রান আসেনি। পরে জানা যায় চোট নিয়েই দলের স্বার্থে নেমেছিলেন তিনি। অধিনায়ক বিরাট কোহালি মাঠে থাকা মানে একটা আত্মবিশ্বাস। তিনি রান পেলেন কী না সেটা পরের ব্যাপার। কিন্তু নির্ণায়ক টেস্টের আগে চোট নিয়ে খেলে দলে জায়গা দখল করে রাখতে নারাজ স্বয়ং বিরাটই। নিজেই ম্যাচের একদিন আগে জানিয়ে দিলেন সে কথা। বলেন, ‘‘আমি যদি একশো শতাংশ খেলার জন্য উপযুক্ত হই তবেই আমি মাঠে নামব। আমার সম্পর্কে দলের ফিজিও ভাল মতো ব্যাখ্যা করতে পারবে। ও বলতে পারবে চোট নিয়ে খেলাটা কতটা ঝুঁকির। আমি জানি না ঝুঁকির পরিমান কতটা। যদি ফিটনেস টেস্টে সফলত হতে পারি তবেই মাঠে নামব।’’
আরও খবর: আইসিসির চেয়ারম্যানের পদে থাকছেন শশাঙ্ক মনোহর
বৃহস্পতিবারই শ্রেয়াস আইয়ারকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে বোর্ড। বিরাটের পরিবর্ত হিসেবে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সময়টা ভাল যায়নি বিরাটের। ব্যাটে সাফল্য তো আসেইনি বরং দীর্ঘদিন পর হারের মুখও দেখতে হয়েছে। প্রথম টিন টেস্ট মিলিয়ে বিরাটের রান ৪৬। শুক্রবার অবশ্য নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় বিরাট কোহালিকে। তাও ফিজিও যা বলবেন সেই মতই চলবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। আমি সেই সময়টা ফিজিওর সঙ্গে কাটাবো। যতদূর সম্ভব আমার খেলা নিয়ে আজ রাত অথবা কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমার মতে, যতটুকু সময় রয়েছে আমি ফিজিওর সঙ্গে কাটাতে চাই।’’