বিরাট কোহালির দলের ভরসা মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: রয়টার্স।
এ বারের বিশ্বকাপের পরেই কি অবসর নেবেন মহেন্দ্র সিংহ ধোনি? ২০১১-র বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে ভারতের ক্রিকেটমহলে যে কত জল্পনা ছড়িয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই।
সাংবাদিক বৈঠকে তাঁর দিকে উড়ে এসেছে অবসর নিয়ে প্রশ্ন। সংবাদমাধ্যমে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে কম কালি খরচ হয়নি। অনেকেই মনে করছেন, এ বারের বিশ্বকাপের পরেই ব্যাট-প্যাড তুলে রাখবেন ধোনি। ধোনি অবশ্য এ বিষয়ে কোনও জবাব দেননি। এ বার তাঁর হয়ে ব্যাট ধরলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন।
ধোনির পাশে দাঁড়িয়ে বিখ্যাত এই লেগ স্পিনার বলেছেন, ‘‘ধোনি যখন চাইবে, তখনই অবসর নেবে। ভারতীয় দলের জন্য ধোনির অবদান ভোলার নয়। এ বারের বিশ্বকাপে ধোনির খেলতে আসা উচিত হয়নি, এমন কথাও বলেছেন অনেকে।’’ সমালোচকদের এ সব কথা শুনে বিস্মিত হয়ে গিয়েছেন ওয়ার্ন। তিনি আরও বলেন, ‘‘ধোনি ভালই জানে কখন অবসর নিতে হবে। সেটা বিশ্বকাপের পরেও হতে পারে অথবা আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারে ধোনি।’’
আরও খবর: বিশ্বকাপে ভারতের এই তারকাকে টুর্নামেন্টের সেরা বাছলেন রায়না
আরও খবর: সুস্থ শঙ্কর, শেষ প্রস্তুতি ম্যাচে চার নম্বরের খোঁজে ভারত
ওয়ার্ন মনে করেন, এই বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। প্রাক্তন লেগ স্পিনারের এই বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ বারের আইপিএল-এ ধোনি আরও একবার নিজের জাত চিনিয়েছেন। দ্বিতীয়ত, উইকেট কিপার হিসেবে ধোনির দক্ষতা প্রশ্নাতীত। তৃতীয়ত, দলে তাঁর উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। উইকেটের পিছনে দাঁড়িয়ে, সতীর্থদের পরামর্শ দেন ধোনি। ফিল্ডিং সাজানো। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ধোনির অভিজ্ঞতা অধিনায়ক বিরাট কোহালিকে সাহায্য করবে বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।