অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ দিন ২ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। ছবি- রয়টার্স
ওভালে শিখর ধওয়নের শতরানে নিশ্চিন্ত ভারত অধিনায়ক বিরাট কোহালি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি ভারতের বাঁ হাতি ওপেনার। অজিদের বিরুদ্ধে ধওয়নের ব্যাটে স্বপ্ন দেখছে ভারতের ক্রিকেটভক্তরা। ধওয়নের সতীর্থ রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ দিন ২ হাজার রানের মাইলফলক ছুঁলেন। অজিদের বিরুদ্ধে দ্রুততম ২ হাজার রান গড়ার মালিক এই মুম্বইকর। তাঁর আগে রয়েছেন তিন জন দিকপাল— সচিন তেন্ডুলকর, ডেসমন্ড হেইন্স ও স্যর ভিভ। সচিন এই তালিকায় ৩০৭৭ রান করে শীর্ষে রয়েছেন।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করেছিলেন। রোহিত শর্মা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এদিন আরও একটা কীর্তি গড়লেন। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রান করার পরে নতুন রেকর্ডের অধিকারী হন রোহিত। ৫৭ রান করে এ দিন তিনি কুল্টার নাইলের বলে আউট হন।
👏
২ হাজার রান করতে রোহিত নেন ৩৭ টি ইনিংস। বিরাট রয়েছেন এই তালিকায় ন’ নম্বরে। কোহালির সংগ্রহ ১৬৪৫ রান। মহেন্দ্র সিংহ ধোনি ১৬৩৩ রান করে দশ নম্বরে।