ICC World Cup 2019

কোহালিদের পরীক্ষা নিতে রাবাডাই ভরসা দক্ষিণ আফ্রিকার

কাগিসো রাবাডার উপরেই ভরসা করে রয়েছে দক্ষিণ আফ্রিকার বোলিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১৪:৫৫
Share:
ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি।

ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি।

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে চাপে রয়েছে প্রোটিয়ারা। তার উপর দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার ডেল স্টেইন চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি চোটের কারণেই তাদের তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়েছেন। পুরনো মুখেই ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আজ দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলছেন যাঁরা-

কুইন্টন ডি কক(ওপেনার), হাসিম আমলা (ব্যাটসম্যান), ফ্যাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান দার দুসেন (ব্যাটসম্যান), ডেভিড মিলার(ব্যাটসম্যান)

Advertisement

জেপি দুমিনি(অল রাউন্ডার), আন্দিল ফেলুকওয়্যাও(অল রাউন্ডার), ক্রিস মরিস(অল রাউন্ডার), ইমরান তাহির(বোলার), কাগিসো রাবাডা(বোলার)

ও তাবরেজ শামসি(বোলার)।

আরও পড়ুন: সাদা বলের লড়াইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা

দু’ প্লেসি, রাবাডা, তাহির ও ডি’ কক—এই চার মূর্তির উপরে ভরসা রাখছে প্রোটিয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement