ব্যাটিং অর্ডারে ধোনিকে উপরের দিকে চান জোন্স

ভারতীয় দল এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে। তবে ভারতের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা নিয়ে আমার কিছুটা চিন্তা হচ্ছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি যদি ওই জায়গায় ব্যাট করতে নামে আমার কোনও সমস্যা নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০৪:২৩
Share:

পরামর্শ: ভারতীয় ব্যাটিং অর্ডারে বদল চান জোন্স। ফাইল চিত্র

বিশ্বকাপের বাকি ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চার নম্বরে ব্যাট করতে নামা উচিত। মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধীর গতিতে ব্যাটিং করার জন্য সমালোচিত হন ধোনি। তবে জোন্স মনে করছেন, বিজয় শঙ্কর নয়, ৩৭ বছর বয়সি প্রাক্তন ভারত অধিনায়কেরই চার নম্বরে নামা উচিত। পাশাপাশি তাঁর অভিমত, বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজারও প্রথম একাদশে খেলা উচিত। তাতে ভারতের হাতে এক জন অতিরিক্ত স্পিনার খেলানোর সুযোগ থাকবে।

Advertisement

‘‘সাধারণত আমি কোনও দল নিয়ে মন্তব্য করি না। বিশেষ করে, সেই দল যদি দুরন্ত ছন্দে থাকে। ভারতীয় দল এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে। তবে ভারতের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা নিয়ে আমার কিছুটা চিন্তা হচ্ছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি যদি ওই জায়গায় ব্যাট করতে নামে আমার কোনও সমস্যা নেই। সঙ্গে জাডেজাকেও প্রথম একাদশে রাখা উচিত। কারণ তাতে দল এক জন অতিরিক্ত স্পিনার খেলানোর সুযোগ পাবে।’’ জোন্সের মনে হচ্ছে, বিশ্বকাপ যত এগোবে পিচ তত শুকনো হয়ে উঠবে, তাই বাঁ-হাতি ব্যাটসম্যান লোয়ার অর্ডারে দলকে সাহায্য করতে পারবে। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় বিশ্বকাপ যত এগোচ্ছে পিচ তত ব্যবহার হওয়ার ফলে শুকনো হয়ে উঠছে। এই অবস্থায় দলকে সাহায্য করতে পারে বাঁ হাতি ব্যাটসম্যান।’’

এ দিকে, প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানের মনে হচ্ছে চার নম্বরে দীনেশ কার্তিকের ব্যাট করতে নামা উচিত। ‘‘জানি অনেকেই মনে করেন যে, দল জিতছে বলে বেশি পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে আমি একটু অন্য ভাবে ভাবি। বিজয় শঙ্কর এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেনি। আমরা সেমিফাইনালে উঠলে সামনে কিন্তু খুব শক্তিশালী বোলিং থাকবে। সেখানে ম্যাচের প্রথম দিকে দ্রুত উইকেট পড়ে গেলে চার নম্বরে এমন এক জন চাই যে পরিস্থিতি সামলাতে পারবে। সেই কারণে আমার মনে হয় দীনেশ কার্তিকের চার নম্বরে নামা উচিত।’’ এখনই কেন কার্তিককে সুযোগ দেওয়া উচিত সেটাও ব্যাখ্যা করেন পাঠান। তাঁর মতে, সেমিফাইনালে নামার আগে নতুন ব্যাটসম্যানকে থিতু হতে গেলে তিনটে ইনিংস সুযোগ দেওয়া উচিত।

Advertisement

‘‘যদি দলে পরিবর্তন করতেই হয়, সেটা এখনই করতে হবে। কারণ কেউ নিশ্চয়ই এমনটা চাইবে না যে মাত্র একটা ম্যাচে খেলে ব্যাটসম্যান সেমিফাইনালে নামুক। ওই ব্যাটসম্যানকে অন্তত তিনটে ইনিংস সুযোগ দেওয়া উচিত। আর আমাদের গ্রুপ পর্বে তিনটে ম্যাচই বাকি রয়েছে। বিজয় শঙ্কর যথেষ্ট সুযোগ পেয়েছে। তা ছাড়া ও তো নিয়মিত ভাবে দলের জন্য বোলিংও করছে না। তাই এমন একজনকে চাই যার ব্যাটিং শক্তিশালী, যার অভিজ্ঞতা রয়েছে এবং চার বা পাঁচ নম্বরে নেমে সফল হয়েছে। এ ক্ষেত্রে আমার বাজি তাই দীনেশ কার্তিক,’’ বলেন ইরফান পাঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement