ICC Women's T20 World Cup 2020

বাংলাদেশের বিরুদ্ধে আজ আত্মতুষ্টিই চিন্তা ভারতের

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তি রবিবার সতীর্থদের এই নিয়ে সতর্ক করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৯
Share:

চর্চায়: ভারতের অস্ত্র ছন্দে থাকা লেগস্পিনার পুনম। ফাইল চিত্র

গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতের মেয়েরা আজ, সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে।

Advertisement

লেগস্পিনার পুনম যাদবের দুরন্ত বোলিংয়ের সাহায্যে শুক্রবার ভারত ১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তবু হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশকে হাল্কা ভাবে নেওয়ার ভুল নিশ্চয়ই করবে না। কারণ, ২০১৮ এশিয়া কাপে এই বাংলাদেশই দু’বার ভারতকে হারিয়ে দিয়েছিল।

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তি রবিবার সতীর্থদের এই নিয়ে সতর্ক করে দিয়েছেন। ‘‘জয়ের পরে (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) আমাদের আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না। এই জয় ভুলে আমাদের সেই একই পারফরম্যান্স আবার করে দেখাতে হবে,’’ বলেন বেদা।

Advertisement

জেমাইমা রদ্রিগেজ এবং ১৬ বছর বয়সি প্রতিশ্রুতিমান ওপেনার শেফালি বর্মা, যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ বলে ২৯ রান করেছিলেন, এশিয়া কাপ দলে ছিলেন না। বাংলাদেশকে হারাতে হলে এই দুই ওপেনারকে বড় ভূমিকা নিতে হবে। শেষ পাঁচ বার দু’দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পরিসংখ্যানে ভারত ৩-২ এগিয়ে রয়েছে। পাঁচ দলের গ্রুপে সোমবারের জয় ভারতীয় দলকে নক-আউট পর্বের দিকে আরও এগিয়ে দেবে।

তবে ভারতীয় দলকে তাদের ব্যাটিং পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটসম্যানেরা ১৩২ রানের বেশি তুলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই ভারতীয় দল ব্যাটিং ধারাবাহিকতা দেখাতে পারছে না। কয়েকটি ম্যাচ বাদ দিলে বড় রান তুলতে পারেনি ভারতের মেয়েরা। বেদাও বলছেন, ‘‘আমাদের নিশ্চিত করতে হবে প্রথমে ব্যাট করলে যেন যথেষ্ট রান করতে পারি। যাতে আমাদের বোলারদের সুবিধে হয়। একই সঙ্গে ব্যাট হাতে আমরা যাতে খুব বেশি ঝুঁকি নিয়ে শট না খেলতে যাই, সেটাও দেখতে হবে।’’

অধিনায়ক হরমনপ্রীত এবং ওপেনার স্মৃতি মন্ধানা দু’জনেই ত্রিদেশীয় সিরিজে ভাল খেলেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করে অবদান রাখতে পারেননি তাঁরা। তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে বড় রান তুলতে গেলে বা বড় রান তাড়া করে জিততে, এই দু’জনকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। অবশ্য মিডল অর্ডারে অন্যতম ভরসা দীপ্তি শর্মা ছন্দে আছেন। আগের ম্যাচে ৪৬ বলে অপরাজিত ৪৯ রান করেছিলেন। সেই ছন্দই ধরে রাখতে চাইবেন দীপ্তি।

মিডিয়াম পেসার শিখা পাণ্ডেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল বোলিং করেছিলেন। তুলে নিয়েছিলেন তিন উইকেট। ‘‘আমাদের দলের বোলিং বিভাগ ছন্দে রয়েছে। তবুও প্রথমে ব্যাট করলে বড় রান করে বোলাদের কাজটা আরও সহজ করে দিতে চাই আমরা। যদি প্রথম ম্যাচে ১৫ রান কম তুলতাম আমরা, তা হলে জিততে গেলে আরও কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারতাম’’ বলেন বেদা।

বাংলাদেশের ক্ষেত্রে অন্যতম ভরসা অল রাউন্ডার জাহানারা আলম এবং টপ অর্ডার ব্যাটসম্যান ফারগানা হক। ২৬ বছর বয়সি হকের টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও রয়েছে। ২০১৮ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয়ের নেপথ্যে তাঁর বড় অবদান ছিল। আলম আবার গত বছর ভারতের ঘরোয়া মেয়েদের টি-টোয়েন্টি লিগে আইপিএল ভেলোসিটি দলের অন্যতম সদস্যা ছিলেন। যে দলের নেতৃত্বে ছিলেন মিতালি রাজ। তা ছাড়া বাংলাদেশ দলে সব চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, অধিনায়ক সালমা খাতুনও প্রয়োজন পড়লে ব্যাট ও বল হাতে লড়াই করতে পারেন। ‘‘ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফল আমরা মাথায় রাখছি না। আমরা শুধু জয়ের কথা ভেবেই নামছি,’’ রবিবার বলেছেন সালমা।

সোমবার গ্রপ ‘এ’র অন্য ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুই দলই প্রথম ম্যাচে হেরে নামছে। শনিবার শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছিল নিউজ়িল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement