ম্যানচেস্টার বিস্ফোরণের পর আরও একবার প্রশ্নের মুখে ইংল্যান্ডের নিরাপত্তা। আগামী জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসতে চলছে বিশ্ব ক্রিকেটের দুই বড় টুর্নামেন্টের আসর। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা ব্রিটেন। এরই মাঝে এই বিস্ফোরণ চিন্তায় ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে।
আরও খবর: ম্যানচেস্টার বিস্ফোরণে শোকাহত ফুটবল বিশ্ব, সাংবাদিক সম্মেলন বাতিল ইউনাইটেডের
ম্যানচেস্টার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি এ দিন সমবেদনা জানানো হয় আইসিসির পক্ষ থেকে। পাশাপাশি আসন্ন আইসিসি টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
এক বিবৃতি দিয়ে আইসিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আরও একবার নিরাপত্তার বিষয়টি খাতিয়ে দেখব আমরা। ইসিবি ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং আমাদের নিরপত্তা বিষয়ক আধিকারিকের উপদেশ নিয়েই নিরাপত্তা জনিত বিষয় সিদ্ধান্ত নেব।’’
প্রসঙ্গত, জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২৪ জুলাই থেকে শুরু হবে ২০১৭ মহিলা বিশ্বকাপ।
অন্যদিকে, এই বিস্ফোরণে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানান, দলের সুরক্ষা সম্পর্কে জানতে চেয়ে আইসিসিকে ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আজ ঘুম থেকে উঠেই আমি এই মর্মান্তিক ঘটনার খবর পাই। এর পরই বিসিসিআই অফিসে পৌঁছে ক্রিকেটারদের নিরাপত্তার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়া হয়।’’
চিঠির উত্তর আসতেও দেরি হয়নি আইসিসি-র পক্ষ থেকে। চৌধুরি বলেন, ‘‘দু’ঘণ্টার মধ্যেই চিঠির উত্তর পাঠিয়ে দেয় আইসিসি। তাঁদেরকে ধন্যবাদ যে আমাদের উৎকণ্ঠার গুরুত্ব বুঝে তারা এত কম সময়ে জবাব দিয়েছে। এবং নিশ্চয়তাও দিয়েছেন সুরক্ষার বিষয়ে।’’