ICC

মিতালিদের বিশ্বকাপের দিন ঘোষণা আইসিসি-র

নিউজিল্যান্ডের ৬ শহরে আয়োজন করা হবে ২০২২ সালের বিশ্বকাপের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১২:৩১
Share:

৬ মার্চ ২০২২ বিশ্বকাপে খেলতে নামবে ভারত। ছবি: সোশ্যাল মিডিয়া

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। মঙ্গলবার ২০২২ সালের সেই বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ।

Advertisement

৩১টি ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ৩১ দিন ধরে। নিউজিল্যান্ডের ৬ শহরে আয়োজন করা হবে ২০২২ সালের বিশ্বকাপের। অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইসচার্চ, দুনেদিন এবং টরঙ্গর মাঠে খেলবে ৮ দল। ইতিমধ্যেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ নিউজিল্যান্ড যোগ্যতাঅর্জন করেছে বিশ্বকাপ খেলার। আরও ৩ দেশ যোগ দেবে তাদের সঙ্গে। ২০২১ সালের ২৬ জুন শ্রীলঙ্কার মাটিতে হবে যোগ্যতাঅর্জন পর্ব।

ভারত অধিনায়ক মিতালি রাজ দল নিয়ে নামবেন ৬ মার্চ টরঙ্গতে। ভারতের প্রথম ম্যাচ কার সঙ্গে তা ঠিক হবে যোগ্যতাঅর্জন পর্ব থেকে যে দলগুলো উঠে আসবে তাদের মধ্যে থেকে। ৩ এপ্রিল ক্রাইসচার্চে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে থাকবে ৪ এপ্রিল। সেমি ফাইনালের জন্যও রাখা থাকছে রিজার্ভ ডে।

Advertisement

মিতালি বলেন, “শেষ কয়েক বছর আইসিসি-র টুর্নামেন্টে ভাল খেলছে ভারত, সে একদিনের ম্যাচ হোক বা টি২০। ২০২২ সালে যদি আমরা বিশ্বকাপ জিততে পারি, তবে আগামী প্রজন্মের মেয়েদের জন্য তা খুব বড় অনুপ্রেরণার কাজ করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement