cricket

নেই পূজারা, অধিনায়ক সেই বিরাট, আইসিসি-র সেরা টেস্ট দলে রইলেন কারা?

আইসিসির স্বীকৃতি পাওয়া একজন ক্রিকেটারের কাছে রীতিমতো গর্বের। আইসিসি নির্বাচিত প্রথম টেস্ট একাদশে কারা রইলেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৪:৪০
Share:
০১ ১২

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না চেতেশ্বর পূজারার। তবে দলে থাকলেন ভারতের তিন ক্রিকেটার। কেমন হল সেরা টেস্ট দল, দেখে নেওয়া যাক।

০২ ১২

টম লাথাম: গত বছরে নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি ওপেনার ৬৫৪ রান করেছেন। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংসও রয়েছে।

Advertisement
০৩ ১২

ডিমুথ করুণারত্নে: শ্রীলঙ্কার এই ওপেনার গত বছর নয় টেস্টে ৭৪৩ রান করেছেন। একটি সেঞ্চুরি, সাতটি হাফ-সেঞ্চুরি রয়েছে ১৭ ইনিংসে। গড় ৪৬.৭৩। ২০১২ সালে টেস্টে অভিষেকের পর এটাই তাঁর সেরা গড়।

০৪ ১২

কেন উইলিয়ামসন: পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ে  বড় ভূমিকা ছিল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্টে ৮৯ ও ১৩৯ রান করেছিলেন।  ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানের ইনিংস দুটোও ছিল দুর্দান্ত।

০৫ ১২

২০১৮ সালে ১৩ টেস্টে ৫৫.০৮ গড়ে  ১৩২২ রান করেছেন বিরাট কোহালি। তিনিই আইসিসি টেস্ট দলের অধিনায়ক।

০৬ ১২

সাতটি টেস্টে ৬৫৮ রান করেছেন নিউজিল্যান্ডের হেনরি নিকলস। তাঁর ব্যাটিং গড় ৭৩.১১, এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি, তিনটি হাফ-সেঞ্চুরি।

০৭ ১২

ঋষভ পন্থ: ইংল্যান্ডে টেস্ট অভিষেকের পর আটটি টেস্টে ৫৩৭ রান করেছেন পন্থ। গড় ৩৮.৩৫। ২১ বছরের উইকেটকিপার-ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অতীতের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন।

০৮ ১২

জেসন হোল্ডার: ছয় টেস্টে ৩৩৬ রান করেছেন তিনি। লোয়ার মিডল অর্ডারে নেমে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। সঙ্গে ১২.৩৯ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট।  এর মধ্যে চারটি ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছেন। একবার দশ উইকেটও নিয়েছেন টেস্টে।

০৯ ১২

আইসিসি টেস্ট বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা রয়েছেন এক নম্বরে। ১০ টেস্টে ২০.০৭ গড়ে মোট ৫২ উইকেট নিয়েছেন। এর মধ্যে রয়েছে দু’বার টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন। একবার দশ উইকেটও নিয়েছেন।

১০ ১২

নেথান লায়ন: ২০১৮ সালে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে উইকেট সংখ্যায় চার নম্বরে রয়েছেন তিনি। ১০ টেস্টে ৪৯ উইকেট নেন তিনি। এর মধ্যে ভারতের বিরুদ্ধে তিন টেস্টে ১৭ উইকেট রয়েছে।

১১ ১২

জশপ্রীত বুমরা: গত বছরে ১০ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন তিনি। গড় ২১.০২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট  সিরিজ জয়ে বুমরার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

১২ ১২

মহম্মদ আব্বাস: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১৭ উইকেট নেন পাকিস্তানের এই পেসার। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নেন ১৯ উইকেট। সব মিলিয়ে গত বছর সাত টেস্টে ১৩.৭৬ গড়ে নেন ৩৮ উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement