ভারত-অস্ট্রেলিয়া সিরিজে যে ভাবে ক্রিকেটকে পিছনে ফেলে উঠে এসেছে স্লেজিং বিতর্ক, তাতে একেবারেই খুশি নন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ক্রিকেট প্রশাসকদের উচিত এই মুহূর্তে কড়া মনোভাব দেখিয়ে এ সব বন্ধ করা।
ভারত-অস্ট্রেলিয়া দু’টো দলকে নিয়ে বলতে গিয়ে চ্যাপেল বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া কোনও ভাবেই ভারতের ঘাড়ে দোষ চাপাতে পারে না। ওরা কেউ সাধুপুরুষ নয়।’’ এ কথা বলার পাশাপাশি অবশ্য ভারত অধিনায়ক বিরাট কোহালির জন্য বিশেষ পরামর্শও দিয়েছেন চ্যাপেল। নিজের কলামে তিনি লিখেছেন, ‘‘বিরাটের বিরুদ্ধে যদি আমার কোনও অভিযোগ থাকে, তা হলে সেটা হল ওর অতিরিক্ত আবেগ প্রকাশের প্রবণতা। আমি সব সময় মনে করি, এক জন অধিনায়কের উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সেটা বিরাট পারছে না।’’ চ্যাপেল আরও যোগ করেন, ‘‘বিরাট খুব আবেগপ্রবণ। তবে আমি এটা বলব না যে, ও অমুকের চেয়ে খারাপ। সেটা ঠিক হবে না। মাঠের মধ্যে এত কথা চালাচালি কী করে করতে দেওয়া হয়, আমি বুঝি না।’’ চ্যাপেল মনে করিয়ে দিচ্ছেন, কোনও টিমই আইসিসি-র নিয়ম পুরোপুরি মানে না। ‘‘সব টিমই কোনও না কোনও ভাবে স্লেজ করে। এখন তো ক্রিকেটে নজরদারি অনেক বেড়েছে। চার জন আম্পায়ার আছে, রেফারি আছে। আরও সব লোক জন আছে। তবু স্লেজিং হচ্ছে।’’
আরও পড়ুন: বিরাটরা কেন খারাপ পিচে খেলবে, প্রশ্ন দিলীপ দোশীর