Sports News

রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চাই: নাদাল

বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা তিনি। গত মাসেই হারতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। টেনিস খেলে বিশ্বখ্যাত হওয়া স্পেন স্টার কিন্তু ভবিষ্যতে অন্য কিছু করার স্বপ্ন দেখেন। যেটা কিছুটা অপ্রত্যাশিতই। সদ্য তিনি তাঁর সেই স্বপ্নের কথাই জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৪
Share:

রাফায়েল নাদাল। ছবি: এএফপি।

বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা তিনি। গত মাসেই হারতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। টেনিস খেলে বিশ্বখ্যাত হওয়া স্পেন স্টার কিন্তু ভবিষ্যতে অন্য কিছু করার স্বপ্ন দেখেন। যেটা কিছুটা অপ্রত্যাশিতই। সদ্য তিনি তাঁর সেই স্বপ্নের কথাই জানিয়েছেন। নিজে টেনিস খেললেও ফুটবলপ্রেমী তিনি। রিয়েল মাদ্রিদের ডাই হার্ট ফ্যানও। টেনিসের কিছু না থাকলে তাঁকে দেখা যায় ফুটবল মাঠেই। রিয়েল মাদ্রিদকে সমর্থন করতে। আর সেই ক্লাবেরই প্রেসিডেন্ট হতে চান রাফা।

Advertisement

আরও খবর: বাজি হেরে অচেনা পুরুষের সঙ্গে ডেটে যাচ্ছেন এই টেনিস সুন্দরী

১৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদালের কাকা খেলতেন বার্সেলোনায়। মিগুয়েল অ্যা়ঞ্জেল নাদাল খেলতেন রক্ষণে। সেই থেকেই ফুটবলপ্রেম। কিন্তু ফুটবলটা তাঁর খেলা হয়নি। নাদাল স্বীকার করে নিয়েছেন, বিষয়টা সাধারণ নয়। কিন্ত এটাই তাঁর স্বপ্ন। বলেন, ‘‘আপনারা যদি জিজ্ঞেস করেন যে এটা হতে আমার ভাল লাগবে কি না, অবশ্যই আমার ভাল লাগবে, কেন নয়?’’ এই মুহূর্তে লা লিগার শীর্ষে রয়েছে মাদ্রিদ। বার্সেলোনা থেকে এক পয়েন্ট পিছিয়ে। যাতে উচ্ছ্বসিত নাদাল। নিজে প্রেসিডেন্ট হতে চাইলেও বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের কাজে খুশি তিনি। ‘‘আমাদের দল যে ভাবে চলছে সেটা দারুণ। প্রেসিডেন্ট অসাধারণ কাজ করছে। আমার মনে হয় না রিয়েল মাদ্রিদের আমাকে প্রয়োজন আছে। কিন্তু আমরা কেউ জানি না ভবিষ্যতে কী হবে। আজকে আমি যেটা বলেছি সেটাও গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement