যুগলবন্দি: স্ত্রী আন্তোনেল্লাকে নিয়ে লিয়ো মেসি। ছবি: এএফপি
গোল করা নয়। এডেন অ্যাজ়ার পরিচিত গোল করানোয়। তাই রিয়াল মাদ্রিদে বেলজিয়ামের এই তারকা ফুটবলার কোনও ভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিকল্প হতে পারবেন না বলে মনে করেন আর্সেনালের প্রাক্তন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।
বৃহস্পতিবার ওয়েঙ্গার বলেন, ‘‘অ্যাজ়ার অবশ্যই খুব ভাল ফুটবলার। কিন্তু কোনও ভাবেই রোনাল্ডোর বিকল্প হতে পারবে না। সবাই জানে রোনাল্ডোর মতো বছরে ৫০টি গোল করার ক্ষমতা অ্যাজ়ারের নেই। কারণ নিজে গোল করার মতো ফুটবলটা ও খেলে না।’’ রোনাল্ডো জুভেন্টাসে চলে যাওয়ার পর থেকে রিয়াল এখনও দুঃসময় কাটিয়ে উঠতে পারেনি। ওয়েঙ্গার মনে করেন সেটা একমাত্র কাটতে পারে রোনাল্ডোর মতো গোল করায় দক্ষ কোনও ফুটবলারকে দলে নিতে পারলে। ‘‘রিয়ালে রোনাল্ডোর পরে গোল করার লোকটা কোথায়? বেঞ্জেমার (করিম) বয়সই তো এখন ৩২। যদি কমবয়সি কোনও খুব ভাল গোল করার লোককে ওরা নিতে পারে তা হলেই একমাত্র ওদের লাভ হবে,’’ বলেন ওয়েঙ্গার। এবং যোগ করেছেন, ‘‘কোনও সন্দেহ নেই যে, অ্যাজ়ার একজন ব্যতিক্রমী ফুটবলার। বেশির ভাগ সময় গোলের সুযোগ ও-ই তৈরি করে। কখনও কখনও বড় ম্যাচে গোলও করে যায়।’’ আশাবাদী ওয়েঙ্গারের আরও মন্তব্য, ‘‘এখনও ও নিজের সেরা খেলার ধারেকাছে যেতে পারেনি। আসলে রিয়ালের খেলার ধরনটাই আলাদা। চেলসির মতো নয়। মানিয়ে নিতে একটু সময় লাগবেই। সেটা হয়ে গেলে আর রিয়াল একজন ভাল গোল করার লোক পেলে, কিন্তু ছবিটা অন্যরকম হয়ে যাবে।’’
এ দিকে, তাঁকে নিয়ে তৈরি হওয়া সিনেমার প্রিমিয়ারে এসে লিয়োনেল মেসি বলে গেলেন, বার্সেলোনা চাইলে সেখানেই তিনি ফুটবল জীবন শেষ করতে চান। রোনাল্ডোর মতো ইউরোপের অন্য দেশের লিগে তাঁর খেলার সম্ভাবনাই কার্যত নেই। মেসি বলেন, ‘‘ওরা (বার্সেলোনা) আমাকে রেখে দিলে খুব খুশি হব। বার্সা আমার প্রাণ। আমি চাই এখানেই সারা জীবন খেলতে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এমন নয় যে, এই চাওয়াটা নতুন কিছু। অনেক দিন থেকেই কথাটা বলে এসেছি। পরিস্থিতির একটুও পরিবর্তন হয়নি।’’