ভিভের কাছে ক্ষমা চাইলেন রামদিন

তিন বছর আগের ঘটনাটা এখনও তাজা দীনেশ রামদিনের কাছে। ভিভ রিচার্ডসকে যে দিন কটাক্ষ করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের সে দিনের জন্য এখনও আক্ষেপ হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০৪:৫৯
Share:

তিন বছর আগের ঘটনাটা এখনও তাজা দীনেশ রামদিনের কাছে। ভিভ রিচার্ডসকে যে দিন কটাক্ষ করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের সে দিনের জন্য এখনও আক্ষেপ হয়।

Advertisement

ব্যাটে খরা চলছিল তখন রামদিনের। ক্যারিবিয়ান কিংবদন্তি রামদিনের সমালোচনা করেছিলেন। যা নিয়ে রাগ ছিল রামদিনের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে তৃতীয় টেস্টে ১০৭ রান করেন তিনি। সেঞ্চুরি করার পরই রামদিন কাগজে লিখে রাখা বার্তাটা ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন, ‘কী ভিভ, এ বার কিছু বলো।’’ এত দিন পরও যে ঘটনার জন্য অনুতপ্ত রামদিন।

‘‘ঘটনাটা অনেক দিন হয়ে গিয়েছে। ওই পরিস্থিতিতে দুম করে ওটা হয়ে গিয়েছিল। এখন বয়স বেড়েছে। অভিজ্ঞতা বেড়েছে। এখন মনে হয় ট্রাউজার থেকে নোটটা বের না করলেই হত।’’ আক্ষেপ ঝরছিল তাঁর কথায়। তবে রামদিন সঙ্গে যোগ করেন, ‘‘ঘটনাটা অবশ্য এখন আমার কাছে অতীত। ভিভের সঙ্গে এখন আমার দারুণ বন্ধুত্ব। গত সপ্তাহে তো ভিভ গল্ফ খেলতে আমন্ত্রণও করেছিল। কিন্তু ব্যস্ততায় যেতে পারিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement