প্রতীকী ছবি।
কলকাতাতেই হবে আই লিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশন। শুক্রবার আই লিগ কমিটির বৈঠকের পরে জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়। চিন সুপার লিগের অনুকরণেই হবে এ বারের আই লিগ। দু’টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। চারটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সেপ্টেম্বরে শুরু হবে আই লিগ দ্বিতীয় ডিভিশনের খেলা। আই লিগের প্রথম ডিভিশন ডিসেম্বরের শুরুতে হওয়ার কথা। সব ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার কথা। শুক্রবারের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর) তৈরি হয়ে গিয়েছে। তৈরি করা হবে জৈব সুরক্ষা বলয়ও।