ফাইল চিত্র।
শনিবার অচেনা প্রতিপক্ষ সুদেভা এফসি-র বিরুদ্ধে আই লিগের প্রথম ম্যাচে নামার আগে সতর্ক মহমেডান হেড কোচ হোসে হাভিয়া। শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘‘প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়া। আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে।’’
এরপর তিনি আরও যোগ করেন, ‘‘প্রথম ম্যাচে জিততে পারলে আমরা আত্মবিশ্বাস পাব, যেটা গোটা টুর্নামেন্টের জন্য অত্যন্ত জরুরি।’’
সুদেভা দিল্লি এফসি আই লিগে প্রথম ম্যাচ খেলছে। তাদের দলে মনভীর সিং, পিন্টু মাহাতো, রক্ষিত ডাগররা থাকলেও অধিকাংশ ফুটবলারই নতুন। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ম্যাচ। তিনি বলেন, ‘‘এটা আমাদের দু’দলের কাছেই প্রথম ম্যাচ। ফলে দুটি দলই পরস্পরের কাছে অচেনা। আমাদের কাছে যেমন ওদের দল নিয়ে তথ্য নেই, ঠিক তেমনি ওদের কাছেও আমাদের দল সম্পর্কে তেমন তথ্য নেই। তাই সমস্যা হবে না।’’
আরও পড়ুন: সেঞ্চুরি উদযাপনে স্ত্রী-র সঙ্গে স্মিথের সঙ্গী আইসক্রিম