সেরাদের পাশে আমি এখন স্বচ্ছন্দ: অনির্বাণ

ভারতীয় গল্ফারদের জন্য আরও বেশি সরকারি স্বীকৃতি চান বিশ্ব গল্ফের ভারতীয় তারকা অনির্বাণ লাহিড়ী! এ দিন দিল্লিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজের প্রিয় খেলার জন্য এ দেশে আরও সম্মান দাবি করলেন এশিয়ার সেরা গল্ফার। বললেন, গল্ফ এখন অলিম্পিক স্পোর্টস। সেই কারণেই সরকারের উচিত খেলাটাকে এবং গল্ফারদের আরও গুরুত্ব দেওয়া। পিজিএ চ্যাম্পিয়নশিপে তাঁর পঞ্চম স্থান অনির্বাণকে পৌঁছে দিয়েছে বিশ্বের সেরাদের পাশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০২:৩৪
Share:

ভারতীয় গল্ফারদের জন্য আরও বেশি সরকারি স্বীকৃতি চান বিশ্ব গল্ফের ভারতীয় তারকা অনির্বাণ লাহিড়ী!
এ দিন দিল্লিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজের প্রিয় খেলার জন্য এ দেশে আরও সম্মান দাবি করলেন এশিয়ার সেরা গল্ফার। বললেন, গল্ফ এখন অলিম্পিক স্পোর্টস। সেই কারণেই সরকারের উচিত খেলাটাকে এবং গল্ফারদের আরও গুরুত্ব দেওয়া।
পিজিএ চ্যাম্পিয়নশিপে তাঁর পঞ্চম স্থান অনির্বাণকে পৌঁছে দিয়েছে বিশ্বের সেরাদের পাশে। এই মুহূর্তে ক্রীড়া জগতের ‘সেরা বাঙালি’র এই সাফল্যের রহস্যটা কী? অনির্বাণ বলছিলেন, ‘‘মেজর টুর্নামেন্টে ভাল খেলার জন্য অসম্ভব আত্মবিশ্বাস লাগে। সেটা এক দিনে হয়নি। পিজিএ ট্যুরে খেলতে খেলতে ধীরে ধীরে আমি ওটা বাড়িয়েছি। এখন আর বড় নামেদের সঙ্গে খেলতে ভয় করে না, বরং স্বচ্ছন্দ লাগে। তাই বিশ্ব সেরাদের সঙ্গে খেলতে নেমে আমি কোনও রকম চাপে পড়িনি বা ভয় পাইনি। আমিও মেজর জেতার ক্ষমতা রাখি, এই বিশ্বাসটা এসে গিয়েছে।’’
বেঙ্গালুরুর তারকার সাফল্যের আর একটা বড় কারণ তাঁর পরিশ্রম আর প্রস্তুতি। নিজেই জানালেন, বছরে দু’সপ্তাহের বেশি ছুটি নেন না। অনির্বাণের কথায়, “শেষ লম্বা ছুটিটা নিয়েছিলাম শুধু নিজের ‘হানিমুনে’।’’ খেলা না থাকলে কী করেন? ‘‘ট্রেনিং করি। জিম, পেশির ট্রেনিং, মেন্টাল ট্রেনিং, যোগ। আর পরবর্তী টুর্নামেন্টের পরিকল্পনা চলে।’’ যোগ করলেন, ‘‘যতদিন আপনি ছুটিতে থাকবেন সেই সময় অন্য গল্ফাররা আপনার চেয়ে এগিয়ে যাবে। তাই আমাদের খেলায় বাস্তবে কোনও ছুটি নেই।” কোর্সের সঙ্গে মানিয়ে নেওয়ার উপরেও গুরুত্ব দিচ্ছেন। “কোর্সের সঙ্গে যত সড়গড় হতে পারবেন তত ভাল ফল হবে বলে আমি মনে করি,” জানিয়ে দিলেন অর্নিবাণ। এ দিন যিনি তাঁর পাশে থাকার কৃতজ্ঞতা স্বরূপ শিল্পপতি পবন মুঞ্জালকে উপহার দিলেন নিজের পিজিএ চ্যাম্পিয়নশিপের পাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement