Sports News

সৌরভের পর হৃদয়, ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা আনলেন ভারতে

কোরিয়ার চাংউনের চলছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের সাফল্যের ধারা চলছেই। ১৬ বছর বয়স হলেও হৃদয়ের হৃদস্পন্দন কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সঙ্গ দিয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৭
Share:

হৃদয় হাজারিকার হাত ধরে এল সোনা। ছবি: ফেসবুক।

বৃহস্পতিবারই নিজের রেকর্ড ভেঙে জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছিলেন সৌরভ চৌধরি। তিনি জিতেছিলেন ১০ মিটার এয়ার পিস্তলে। এ বার সেই ধারা ধরে রাখলেন ১৬ বছরের হৃদয় হাজারিকা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন তিনি।

Advertisement

কোরিয়ার চাংউনের চলছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের সাফল্যের ধারা চলছেই। ১৬ বছর বয়স হলেও হৃদয়ের হৃদস্পন্দন কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সঙ্গ দিয়ে গিয়েছে। টানটান উত্তেজনার টাইব্রেকারেও তিনি কোনও ভুল করেননি। নির্ধারিত রাউন্ডের শেষে হৃদয় হাজারিকা ও ইরানের আমির নেওকৌনাম একই পয়েন্টে শেষ করে। দু’জনের পয়েন্ট দাড়ায় ২৫০.১। ম্য়াচ গড়ায় শুট আউটে। দু’জনেই ০.১ পয়েন্টের জন্য বিশ্ব রেকর্ড মিস করেন। শুট আউটের প্রথম শটেই ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। যেখানে হাজারিকা শুট করেছিলেন ১০.৩ এবং নেওকৌনাম করেন ১০.২।

ফাইনাল রাউন্ডে হাজারিকা বেশ কিছু দারুণ শট মারেন। যার ফলে চতুর্থ থেকে তিনি উঠে আসেন প্রথম স্থানে। আর শুট অফে লড়াই করে সোনাটাও জিতে নেন। ব্রোঞ্জ জেতেন রাশিয়ার গ্রিগরি শামাকোভ। টিম ইভেন্টে অবশ্য হৃদয় হাজারিকারা চতুর্থ স্থানে শেষ করেন।

Advertisement

আরও পড়ুন
স্বপ্না স্বপ্না চিৎকারের মধ্যেই ঘরে ফিরলেন সোনার মেয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement