জার্সি না বলে বলা ভাল পুরোদস্তুর ঘরোয়া পোশাক। লং গাউন-টুপি পরে<br> খেলতে নামে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশের বেগা শহরের মহিলা ক্রিকেট টিম।
কাউন্টি ক্রিকেটে মহিলাদের প্রথম ম্যাচ হয় ১৯৩৪-এ।<br> মিলডসেক্স-এর মহিলা দল মাঠে নামে লং স্কার্ট টাই পরে।
মহিলাদের প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল লর্ডসে। ৪ অগস্ট ১৯৭৬-এ ইংল্যান্ডের মাঠে<br> মহিলা ক্রিকেটারেরা ম্যাচ খেলতে নেমেছিলেন শর্ট স্কার্ট আর কেডস পরে।
১৯১০-এ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মহিলা দলের জার্সি ছিল লং স্কার্ট-সহ হাতঢাকা লং টপ।
সফরকারী ইংল্যান্ড দলের বিরুদ্ধে অকল্যান্ডের মহিলা দল খেলতে নেমেছিল ১৯৩৫-এ। সে সময়কার<br> মহিলা দলেরগায়ে চড়েছিল হাঁটু পর্যন্ত উঁচু স্কার্ট ও হাফহাতা শার্ট। আর মাথা ঢাকা ছিল টুপিতে।
টেস্ট ক্রিকেটে মহিলাদের প্রথম ম্যাচটি হয়েছিল ১৯৩৪-’৩৫-এ। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া।<br> শর্ট স্কার্ট ও ছোট হাতের শার্টের সঙ্গে মহিলা ক্রিকেটারদের পরেছিলেন মানানসই টুপি। তবে মোজা ছিল হাঁটুর অনেকটাই ওপরে।
১৯৭৬-এ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের মহিলা দলের খেলায় দেখা গেল, জার্সির স্টাইলে বেশ বদল ঘটেছে।<br> স্কার্ট আরও শর্ট হয়েছে। ছোট শার্ট আরও আঁটোসাটো হয়েছে। সঙ্গে রয়েছে মাথায় বাঁধা ফেট্টি। ব্যাটিং করছেন র্যাচেল হেহো ফ্লিন্ট।
নিয়মকানুনের সঙ্গে সঙ্গে আমূল বদল ঘটেছে মহিলা ক্রিকেটের জার্সিরও।<br> গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারত।<br> সিডনির মাঠে ঝকঝকে নীল জার্সির সঙ্গে একই রঙের ট্রাউজারে বেশ স্মার্ট ভারতীয় দল।