স্বস্তি: আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে নেমেই সোনা হিমার। ছবি: টুইটার।
গত এশিয়ান গেমস থেকে পদক আনলেও টোকিয়ো অলিম্পিক্সে চোটের জন্য যেতে পারেননি তিনি। সেই হিমা দাস চোটমুক্ত হয়ে জাতীয় স্তরে প্রত্যাবর্তন ঘটালেন স্বমহিমায়। শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে। সময় নেন ১১.৪৩ সেকেন্ড।
এই সাফল্যের পরেই ২২ বছর বয়সী এই অ্যাথলিট বলে দিয়েছেন, ‘‘এই প্রতিযোগিতার আগে তুরস্কে গিয়ে প্রস্তুতি সেরে এসেছি। লক্ষ্য ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে যাওয়া। সেখানে সোনা জিততে চাই। গত কয়েক বছর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছি। আশা করি, এ বার সেটা সমস্যা হবে না।’’ এর আগে সেমিফাইনালেও ভাল দৌড়েছিলেন হিমা। সেখানে তিনি সময় করেন ১১.৫৪ সেকেন্ড। তবে তিনি তৃতীয় হয়েছিলেন। ভারতীয় অ্যাথলেটিক্সে হিমা ২০১৮ সালে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।