ঐতিহ্যের শিল্ড এখন যুব-লিগ

দেশের একমাত্র নক আউট টুর্নামেন্ট ফেড কাপ তুলে দিয়েছে ফেডারেশন। এ বার আইএফএ শিল্ড নিয়েও ছেলেখেলা শুরু হয়ে গেল। বাংলার ফুটবল কর্তাদের সৌজন্যে সেটা হয়ে যাচ্ছে কার্যত পাড়ার টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে বিশ্বের নামী ক্লাবেরা খেলে গিয়েছে, সেই টুর্নামেন্ট কাল বুধবার থেকে হয়ে যাচ্ছে ছয় দলের যুব-লিগ। বার্সেলোনা, ম্যান ইউ-সহ নামী ক্লাবের যুব দল খেলবে বলে আশ্বাস দিয়েছিলেন আইএফএ কর্তারা। কোথায় কী? সেখানে খেলতে আসছে ওড়িশা অ্যাকাডেমি এবং পুণে এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:২৩
Share:

দেশের একমাত্র নক আউট টুর্নামেন্ট ফেড কাপ তুলে দিয়েছে ফেডারেশন। এ বার আইএফএ শিল্ড নিয়েও ছেলেখেলা শুরু হয়ে গেল। বাংলার ফুটবল কর্তাদের সৌজন্যে সেটা হয়ে যাচ্ছে কার্যত পাড়ার টুর্নামেন্ট।

Advertisement

যে টুর্নামেন্টে বিশ্বের নামী ক্লাবেরা খেলে গিয়েছে, সেই টুর্নামেন্ট কাল বুধবার থেকে হয়ে যাচ্ছে ছয় দলের যুব-লিগ। বার্সেলোনা, ম্যান ইউ-সহ নামী ক্লাবের যুব দল খেলবে বলে আশ্বাস দিয়েছিলেন আইএফএ কর্তারা। কোথায় কী? সেখানে খেলতে আসছে ওড়িশা অ্যাকাডেমি এবং পুণে এফসি। সঙ্গে তিন প্রধানের অনূর্ধ্ব ১৯ দল। ফলে ঐতিহ্যশালী শিল্ড হয়ে যাচ্ছে জৌলুসহীন।

বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস। পাশাপাশি পরের দিনই মোহনবাগানের প্রথম ম্যাচ মহমেডানের বিরুদ্ধে। এ ছাড়াও ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ওড়িশা অ্যাকাডেমি। মোহনবাগানের গ্রুপে পুণে েফসি। খেলা হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও রবীন্দ্র সরোবরের স্টেডিয়ামের মাঠে। শিল্ডে কোনও টিভি কভারেজ হচ্ছে না। তাই টিকিট বিক্রিও হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement