হাসিব হামিদ। ছবি: এপি।
ইংল্যান্ড ব্যাটসম্যান হাসিব হামিদের ভারত সফর শেষ হয়ে গেল মঙ্গলবারই। হাতে অস্ত্রোপচার করতে হবে। যে কারণে দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। মোহালিতে ম্যাচ শেষে জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ভারতীয় বংশোদ্ভুত হামিদের অভিষেক হয়েছিল রাজকোটে। দুই টেস্টে দলেও ছিলেন। তৃতীয় টেস্টে মোহালিতে হাতে চোট পান তিনি। প্রথম ইনিংসে উমেশ যাদবের বলে আহত হন হামিদ। সেই ভাঙা হাত নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। সেই অবস্থায় দ্বিতীয় ইনিংস অপরাজিত ৫৯ রানও করেন। কুক বলেন, ‘‘ওর হাত যে ভাবে ভেঙেছে তাতে প্লেট বসিয়ে সেট করতে হবে। পুরো সিরিজ থেকেই বাইরে চলে গেল হামিদ। ও বাড়ি ফিরে যাচ্ছে। ওর পরিবর্তে খুব দ্রুত কাউকে দলে ডেকে নেওয়া হবে।’’
মঙ্গলবারই ভারতের কাছে দ্বিতীয় ম্যাচ হেরে ২-০তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। কিন্তু লড়াই দিয়েছেন হামিদ। ইংল্যান্ডের ‘বেবি বয়কট’কে নিয়ে উচ্ছ্বসিত দলের অধিনায়ক। বলেন, ‘‘ও চোট নিয়ে যে ভাবে খেলেছে সেটা মনে রাখার মতো। ওর জন্য খুব দুর্ভাগ্যজনক। সবাইকে চমকে দিয়েও পুরো সিরিজ খেলতে না পারাটা খারাপ। কিন্তু ফিরে আসার জন্য ও লড়ে যাবে। আমরা চাই ও সুস্থ হয়ে উঠুক।’’
আরও খবর
১২ বছর আগে সচিনকে নেটে দেখে স্বপ্ন দেখার শুরু হাসিবের