Hardik Pandya

বাবার শেষকৃত্যে হার্দিক, ক্রুনাল

শনিবার পান্ড্য ভাইয়ের বাবা প্রয়াত হয়েছেন জানার পরেই টুইটারে তাঁদের সমবেদনা জানান বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর, ইরফান পাঠানরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৩:০৩
Share:

বাবার শেষকৃত্যে ক্রুনাল।। ছবি ইনস্টাগ্রাম

শনিবার বাবাকে হারিয়েছেন হার্দিক এবং ক্রুনাল পাণ্ড্য। বড়োদার সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেলা ছেড়ে পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি চলে আসেন ক্রুনাল। বাবার শেষকৃত্যে দেখা যায় ২ পাণ্ড্য ভাইকেই।

Advertisement

ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হার্দিক। অস্ট্রেলিয়া সফরে একদিনের এবং টি২০ সিরিজে খেলেছিলেন ভারতীয় অলরাউন্ডার। ব্যাট হাতেই মন জয় করে নিয়েছিলেন সমর্থকদের। চোট পুরোপুরি না সারায় বল করতে পারেননি তিনি। ইংল্যান্ড সফরে ১০০ শতাংশ ফিট হার্দিককেই দলে চাইবে টিম ইন্ডিয়া। তার আগে বাবাকে শেষ বিদায় জানালেন তিনি।

শনিবার পান্ড্য ভাইয়ের বাবা প্রয়াত হয়েছেন জানার পরেই টুইটারে তাঁদের সমবেদনা জানান বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর, ইরফান পাঠানরা। বডোদরায় ওয়াদি ওয়াদি শ্মশানে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন হার্দিক এবং ক্রুনাল।

Advertisement

আরও পড়ুন: ২০২২ থেকে আরও বড় আইপিএল চায় বিসিসিআই

A post shared by आम्ही बरौडेकर (@aamhibarodekar)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement