জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় হরভজন

চলতি আইপিএলে ৯ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। অবাক করে দেওয়ার মতো ইকনমি রেট, ৫.৮২। উইকেটও নিয়েছেন আটটা। আর এই পারফরম্যান্সের জোরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন হরভজন সিংহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১১:১৮
Share:

আশাবাদী: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশায় হরভজন। ফাইল চিত্র

চলতি আইপিএলে ৯ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। অবাক করে দেওয়ার মতো ইকনমি রেট, ৫.৮২। উইকেটও নিয়েছেন আটটা। আর এই পারফরম্যান্সের জোরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন হরভজন সিংহ।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের এই অফস্পিনার রবিবার বলেছেন, ‘‘কেন সুযোগ পাওয়ার আশা করব না? আইপিএল তো যথেষ্ট বড় মঞ্চ। এখানে ভাল পারফর্ম করলে সেটা নিশ্চয়ই নির্বাচকদের নজরে পড়বে। ঘরোয়া ক্রিকেটেও এই মরসুমে আমি প্রায় সব ম্যাচই খেলেছি।’’

কিন্তু যদি সুযোগ না পান? তা হলে কি ভেঙে পড়বেন? হরভজন ফুঁসে উঠছেন, ‘‘একদমই নয়। এটা তো নির্বাচকদের ব্যাপার। সুযোগ পেলে ভাল লাগবে। আর যদি না পাই, তা হলেও আমার সামনে দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। সেই ১৯ বছর আগে আমি জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে থাকতাম। বিশতম বছরে এসেও সেই মনোভাবের বদল হয়নি।’’

Advertisement

আরও পড়ুন: করব, লড়ব, ওড়াব রে...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement