ওয়াকার বলেছেন আগেও হ্যাকাররা হানা দিয়েছিল তাঁর অ্যাকাউন্টে। ছবি: এএফপি।
আরও পড়ুন: ‘সচিনের থেকে এমন প্রস্তাব পেয়ে রসিকতা মনে হয়েছিল’
আরও পড়ুন: এখনও সম্ভব আইপিএল, ফর্মুলা বলে দিলেন কুম্বলে-লক্ষ্মণ
ওয়াকার সেই ভিডিয়ো বার্তায় বলেছেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এবং নিম্নরুচির ভিডিয়ে লাইক করেছে আমার অ্যাকাউন্ট থেকে। এটা খুবই লজ্জা, আফশোসের ব্যাপার। আমার পরিবারের কাছে এটা খুব অস্বস্তিরও ব্যাপার। আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভেবে দেখলাম যে করেছে সে তো আর থামবে না। আগেও এমন ঘটনা ঘটেছিল। তাই আমি নিজেকেই সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। আমার পরিবারও তাই চায়।”