তিন ম্যাচে পস্টিগাকে চান হাবাস

আই এস এল ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার গোল এসেছিল যাঁর পা থেকে সেই মহম্মদ রফিককে শেষ পর্যন্ত ফেরাল আটলেটিকো দে কলকাতা। মঙ্গলবার বিকেলে এটিকে কর্তারা ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়ে রফিককে নেওয়ার ব্যাপারে চুক্তি চূড়ান্ত করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০৩:৪৪
Share:

আই এস এল ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার গোল এসেছিল যাঁর পা থেকে সেই মহম্মদ রফিককে শেষ পর্যন্ত ফেরাল আটলেটিকো দে কলকাতা।

Advertisement

মঙ্গলবার বিকেলে এটিকে কর্তারা ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়ে রফিককে নেওয়ার ব্যাপারে চুক্তি চূড়ান্ত করলেন। মরসুমের শুরুতে দলগঠনের সময় রফিককে ছেঁটে ফেলেছিলেন স্প্যানিশ কোচ। কিন্তু ভাইচুং ভুটিয়ার বেছে দেওয়া স্বদেশী ফুটবলার সুশীল সিংহ, ক্লিফোর্ড মিরান্ডা, নাদং ভুটিয়াদের হাল দেখে কলকাতা কোচ এতটাই হতাশ এবং বিরক্ত যে বাধ্য হয়েই রফিককে দলে ফেরানোর সবুজ-সঙ্কেত দিয়ে দেন তিনি। আজ বুধবার বা কাল থেকে অনুশীলনে নামবেন রফিক।

সুনীল-সনিদের বিধ্বস্ত করে আসার পর মঙ্গলবার থেকে আবার শুরু হল অর্ণব-নাতোদের অনুশীলন। চোটের জন্য জাভিলারা, আরাতা এ দিনও অনুশীলন করেননি। একটা জয় অবশ্য বদলে দিয়েছে ভেঙে পড়া টিমের পুরো চেহারাটাই। সঙ্গে হাবাসের মনোভাবও। হাবাস এ দিন অনুশীলনের পর বলে দিয়েছেন, ‘‘নর্থ-ইস্ট এবং কেরলের ম্যাচ দু’টো জিতে প্রথম দু’য়ের মধ্যে পৌঁছনই আমাদের লক্ষ্য। তারপর ঘরের মাঠের বাকি ম্যাচগুলো পুরো শক্তি নিয়ে নামব আমরা।’’

Advertisement

হাবাসের ফুরফুরে মেজাজের অন্যতম কারণ এ দিনই তাঁকে মার্কি ফুটবলার হেলডার পস্টিগা জানিয়েছেন , চোট সারিয়ে পুরো সুস্থ। আটলেটিকো সূত্রের খবর, কালীপুজোর পরেই শহরে এসে পৌছবেন পস্টিগা। শহরে এসে দলের সঙ্গে দিন সাতেক অনুশীলন করবেন কলকাতার মার্কি স্ট্রাইকার। হাবাস চাইছেন, লিগের শেষ তিন ম্যাচে অন্তত ইয়ান হিউমের সঙ্গে পস্টিগাকে জুড়ে দিতে। কারণ ওই ঘরের ম্যাচগুলোতে কলকাতাকে খেলতে হবে এফ সি গোয়া, মুম্বই সিটি এফসি এবং এফ সি পুণে সিটির মতো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা টিমের সঙ্গে। কলকাতা কোচ দলের কর্তাদের জানিয়েছেন, ‘‘শেষ চারের দৌড়ে যে টিমগুলো থাকবে তাদের বিরুদ্ধে পস্টিগাকে খেলাতে পারলে অনেক সুবিধা পাওয়া যাবে। ওকে ওই সময় দরকারই।’’

চোট পেয়ে টুনার্মেন্টের বাইরে চলে যাওয়া জোসেমি এখনও মাদ্রিদ ফিরে যাননি। তিনি সম্ভবত কেরল ম্যাচের পর ফিরবেন। তবে তার বদলি খোঁজার কাজ চলছে পুরোদমে। আলোচনায় রোমানিয়ার এক বিশ্বকাপারের নাম আছে সবার আগে। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও ডুডু-কে বাতিল করে দিয়েছেন কলকাতার কোচ। পরিস্থিতি বুঝে এফ সি গোয়ার সঙ্গে ফের কথা শুরু করলেন নাইজিরিয়ান স্ট্রাইকার। গোয়ায় ফোন করে জানা গেল, রাত পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।

এ দিকে আই লিগের জন্য চতুর্থ বিদেশির খোজ শুরু করল ইস্টবেঙ্গল। নওগাঁর একটি টুনার্মেন্টে খেলার জন্য বিশ্বজিৎ ভট্টাচার্যের টিমকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানকার উদ্যোক্তারা। সেই লক্ষ্যে আজ বুধবার থেকে অনুশীলন শুরু করছে ইস্টবেঙ্গল। কোচের উপরই চতুর্থ বিদেশি বাছার দায়িত্ব তুলে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। বিশ্বজিতের অবশ্য আপাতত চার জনের খেলা মনে ধরেছে। এঁরা হলেন হিউম, মেন্ডোজা, ইলানো এবং গোয়ার এক ব্রাজিলিয়ান স্ট্র্ইকার। লাল-হলুদ কোচ বললেন, ‘‘ভাল লাগলেই তো হবে না। দেখতে হবে ক্লাবের ওদের নেওয়ার সামর্থ্য আছে কী না। দু’-চারদিনের মধ্যেই আলোচনায় বসব।’’

বৃহস্পতিবারে আইএসএল—কেরল ব্লাস্টার্স: এফ সি পুণে সিটি (কোচি ৭-০০)।

সিমাও জাদুতে ড্র নর্থইস্টের
নিজস্ব প্রতিবেদন

মাঠে নেমে প্রথম ফ্রি-কিক। আর তাতেই দিল্লি ডায়নামোসের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনলেন সিমাও সাব্রোসা। এ দিন আইএসএলে মুখোমুখি হয়েছিল দিল্লি ডায়নামোস ও নর্থইস্ট ইউনাইটেড। যে ম্যাচ শেষ হয় ১-১। প্রথমার্ধের শুরুতেই রিচার্ড গাদজের গোলে ১-০ এগোয় রবের্তো কার্লোসের দল। নর্থইস্ট গোলের সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারছিল না। সত্তর মিনিটের পরে সেই ছবি পাল্টায়। ফ্রি-কিক পায় নর্থইস্ট। তখন সবেমাত্র মাঠে নেমেছেন দলের মার্কি সিমাও। ফ্রি-কিক নিতে তিনিই যান। আর তাতেই কেল্লাফতে। বলটা বাঁক খাইয়ে চোখ ধাঁধানো গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একদা সতীর্থ। আবার দিল্লির ঘরের মাঠে ফ্লাডলাইটের সমস্যার জন্য কুড়ি মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement