৩ ঘণ্টা ৩৭ মিনিটের ফেডেরার: এস ২০, ডাবল ফল্ট ৩, প্রথম সার্ভিস ৬২ শতাংশ, নেট পয়েন্ট জয় ৭৩ শতাংশ, উইনার ৭৩, আনফোর্সড এরর ৫৭, কোর্টে দৌড়েছেন ৩.২ কিমি।
যুবরাজ সিংহ: ২০১১ বিশ্বকাপের পরে ক্যানসার ধরা পড়ে। ছ’বছর পরে ওয়ান ডে-তে জীবনের সেরা স্কোর।
নিকি ল্যডা: ১৯৭৬-এ ফর্মুলা ওয়ান গাড়ি দুর্ঘটনায় প্রায় পুড়ে মারা যাচ্ছিলেন। তার ঠিক পরের বছরই বিশ্বচ্যাম্পিয়ন।
এরিক আবিদাল: ক্যানসার থেকে ফেরার ৭১ দিন পর ২০১১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সাকে চ্যাম্পিয়ন করেন।
মহম্মদ আলি: প্রায় চার বছর বক্সিং থেকে দূরে ছিলেন। রিংয়ে ফিরে চার বছর পরে ১৯৭৪-এ বিশ্বচ্যাম্পিয়ন।
মাইকেল জর্ডন: বাস্কেটবল ছেড়ে বেসবলে যাওয়ার দু’বছর পরে বাস্কেটবলে ফিরে তিনবার চ্যাম্পিয়ন।