শেষ মুহূর্তের গোলে জয় জার্মানির, সাতে সাত

এমনিতে জার্মানির ভবিষ্যৎ নিয়ে সংশয় না থাকলেও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ ফলে জেতা এই ম্যাচ তাদের গ্রুপের সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। এখন যা দাঁড়িয়েছে, জার্মানি তাদের সাতটি ম্যাচের প্রত্যেকটিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৫
Share:

ম্যাট্‌স হুমেসলের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়িয়ে তুলল জার্মানি।

ম্যাট্‌স হুমেসলের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়িয়ে তুলল জার্মানি। শুধু নিজেদেরই নয়, হুমেলসের গোলে উত্তর আয়ার্ল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও অনেকটা বেড়ে গিয়েছে। চেক প্রজাতন্ত্র, যাদের জার্মানি হারাল, তারা রয়েছে তৃতীয় স্থানে। গ্রুপ থেকে দু’টি দল যোগ্যতা অর্জন করার দৌড়ে থাকবে বিশ্বকাপের জন্য।

Advertisement

এমনিতে জার্মানির ভবিষ্যৎ নিয়ে সংশয় না থাকলেও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ ফলে জেতা এই ম্যাচ তাদের গ্রুপের সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। এখন যা দাঁড়িয়েছে, জার্মানি তাদের সাতটি ম্যাচের প্রত্যেকটিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর আয়ার্ল্যান্ড। গ্রুপ ‘সি’তে দু’দলেরই তিনটি করে ম্যাচ বাকি।

মেসুত ওদিলের পাস থেকে জার্মানির হয়ে প্রথম গোলটি করেন টিমো ওয়ের্নার। কিন্তু ভ্লাদিমির দারিদা গোল শোধ করে দিয়ে চেক প্রজাতন্ত্রকে ম্যাচে ফিরিয়ে আনেন। বিশ্বকাপের যোগ্য অর্জন করতে গেলে এই ম্যাচ জিতে থাকলে দারুণ সুবিধে হতো চেক প্রজাতন্ত্রের। টানটান উত্তেজনার মধ্যে উত্তর আয়ার্ল্যান্ডকে খুশিতে ভরিয়ে দিয়ে জার্মানির হুমেলস জয়সূচক গোলটি করলেন ৮৮ মিনিটে। জার্মানি জিতে যাওয়ায় সোমবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যাবে উত্তর আয়ার্ল্যান্ডের। গ্রুপ থেকে প্রথম দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ৯টি গ্রুপের রানার্সের মধ্যে সংখ্যার বিচারে এগিয়ে থাকা ৮টি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement