জাতীয় দলের জার্সি খুলে রাখলেন লুকাস পোদলস্কি। সোমবার অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি জার্মান এই স্ট্রাইকার। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১২৯টি ম্যাচে ৪৮টি গোল করা পোদলস্কি খেলবেন ক্লাবের হয়ে। গালাতাসারে ফরোয়ার্ডকে নিয়ে দ্বিতীয় জার্মান যিনি অবসর নিয়ে ফেললেন। এর আগে অবসর নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বাস্তিয়ান সোয়ানস্টেইগার। অবসর ঘোষণার পর পোদলস্কি তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘‘আমি ম্যানেজার (জোয়াকিম লো)কে জানিয়ে দিয়েছি আমি আর জাতীয় দলের হয়ে খেলার মতো জায়গায় নেই। যদিও সিদ্ধান্তটা সহজ ছিল না।’’
জার্মানির হয়ে পোদলস্কির অভিষেক হয়েছিল ২০০৪ সালে হাঙ্গেরির বিরুদ্ধে। সেই সময় ম্যানেজার ছিলেন রুদি ভোলার। ২০০৬ এ বিশ্বকাপের সেরা ইয়ং প্লেয়ারের স্বীকৃতিও রয়েছে তাঁর ঝুলিতে। সে বার তিন গো করেছিলেন তিনি। ২০১৬র ইউরো টিমেও ছিলেন তিনি। দেশের হয়ে শেষ ম্যাচে খেলেছেন ইউরোর শেষ ১৬তে স্লোভাকিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ ৩-০ তে জিতেছিল জার্মানি।
আরও খবর
কলম্বিয়া-শাপ কাটিয়ে নায়ক ক্যাপ্টেন নেইমার