মোহিতকে সাহায্যের হাত বাড়ালেন গম্ভীর

আইপিএলে ডাক আসবে টি-টোয়েন্টিতে তিনশোর মালিকের? বেশ ধন্দে রয়েছেন মোহিত আহলাওয়াত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share:

আইপিএলে ডাক আসবে টি-টোয়েন্টিতে তিনশোর মালিকের? বেশ ধন্দে রয়েছেন মোহিত আহলাওয়াত।

Advertisement

প্রাক্তন ক্রিকেটার সুনীল ওয়ালসন বুধবার ফের একবার পরীক্ষা নিলেন তাঁর। দিল্লি ডেয়ারডেভিলস দলে নেওয়ার জন্য। তারাও অবশ্য ঠিক করতে উঠতে পারেনি ছেলেটাকে দলে নেবে কি না।

এমন অনিশ্চয়তার মধ্যে মোহিতকে নিয়ে আশার কথা শোনালেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। আনন্দবাজারকে গৌতম এ দিন বলেন, ‘‘মোহিতের মধ্যে বীরেন্দ্র সহবাগের মতো মারকুটে ব্যাটসম্যান হয়ে ওঠার ক্ষমতা আছে। ওর বড় গুণ হল মহেন্দ্র সিংহ ধোনির মতো ও ঠান্ডা মাথার ব্যাটসম্যান। আর মারার বল দেখেশুনে মারে। তবে মোহিত বেশ আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাই বড় ব্যাটসম্যান হওয়ার সব ক্ষমতাই রয়েছে ওর মধ্যে।’’

Advertisement

কেকেআরে মোহিতকে নিচ্ছেন কি না, তা নিয়ে অবশ্য কিছু বলতে নারাজ নাইটদের ক্যাপ্টেন। তবে গম্ভীর নিজে আবার ক্যাপ্টেন্সি হারিয়েছেন এ দিন। কেকেআরের নয়, দিল্লির। বিজয় হাজারে ট্রফিতে গম্ভীরের জায়গায় ক্যাপ্টেন হয়েছেন ঋষভ পন্থ।

হরিয়ানার সোনিপতের প্রত্যন্ত গ্রাম বরসত রোডের নিউ প্রকাশ নগর কলোনি থেকে উঠে আসা এই বিস্ময় ব্যাটসম্যানকে নতুন ক্রিকেট কিটসেরও ব্যবস্থা করে দিলেন গম্ভীর। এর পর স্পনসর এনে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন। এই ব্যাপারে কেকেআর অধিনায়ক বললেন, ‘‘আমার নেতৃত্বে ও রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলেছে। অ্যাটাকিং ব্যাটসম্যান হওয়ায় ওকে তিন-চার নম্বরে খেলিয়ে দেখে নিতে চেয়েছি। ও ঋদ্ধিমান সাহার মত উইকেটকিপার-ব্যাটসম্যান। ওকে আরও সাহায্য করতে চাই।’’

এ দিন গম্ভীর মুস্তাক আলি ট্রফিতে খেলতে মুম্বই উড়ে যাওয়ার আগে বলে গেলেন ‘‘মোহিতকে আমি সব রকম ভাবে সাহায্য করে চলেছি। কারণ, আমি চাই ও একজন বড় ক্রিকেটার হয়ে উঠুক।’’ ঘটনাচক্রে দু’জনেরই কোচ সঞ্জয় ভরদ্বাজ। সঞ্জয় বলেন, ‘‘কাউকে কিছু না বললেও ও আমাকে বলেছে ওর ইচ্ছে ধোনির মতই ‘হেলিকপ্টার’ শট মারা। ধোনির মতোই হতে চায় ও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement