Football

সেমিফাইনালে ৯ গোল! নতুন রেকর্ড ম্যান সিটির

তৃতীয় ডিভিশনের দল বার্টন অ্যালবিয়নের জালে গুনে গুনে নয়বার বল জড়ালেন সিটির ফুটবলাররা। ম্যান সিটির ৯-০ জয় তৈরি করল নতুন নজির। ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল পর্বে এর আগে কোনও ক্লাব এত বড় ব্যবধানে জেতেনি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৩:৪৯
Share:

বার্টনের বিরুদ্ধে ম্যান সিটির জয়ের নায়ক জেসুস। ছবি: এএফপি।

গত মরসুমে ইপিএলের খেতাব প্রায় হেলায় জিতেছিল তারা। কিন্তু, চলতি মরসুমে মাঝেমাঝেই ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে ম্যাঞ্চেস্টার সিটিকে। যদিও, ঘরোয়া লিগের হোঁচট এখনও অবধি চ্যাম্পিয়ন্স লিগ বা অন্য টুর্নামেন্টে সে ভাবে প্রভাব ফেলেনি পেপ গুয়ার্দিওলার দলের খেলায়।

Advertisement

বুধবার রাতে ইংলিশ লিগ কাপের প্রথম দফার সেমিফাইনালে তা আবার নতুন করে বোঝা গেল। তৃতীয় ডিভিশনের দল বার্টন অ্যালবিয়নের জালে গুনে গুনে নয়বার বল জড়ালেন সিটির ফুটবলাররা। ম্যান সিটির ৯-০ জয় তৈরি করল নতুন নজির। ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল পর্বে এর আগে কোনও ক্লাব এত বড় ব্যবধানে জেতেনি।

ম্যান সিটির হয়ে এই ম্যাচে একাই চার গোল করলেন ব্রাজিলের উদীয়মান তারকা গ্যাব্রিয়েল জেসুস। অন্য পাঁচটি গোল করে গেলেন কেভিন দ্য ব্রুইন, ওলেকসান্ডার জিনচেঙ্কো, কাইল ওয়াকার, রিয়াদ মাহরেজ ও ভারতে যুব বিশ্বকাপ খেলে যাওয়া তরুণ ইংরেজ স্ট্রাইকার ফিল ফোডেন। আগামী ২৩ জানুয়ারি দ্বিতীয় দফার ম্যাচে ফের মুখোমুখি হবে এই দুই দল।

Advertisement

আরও পড়ুন: রিয়াল জার্সিতে গোলের সেঞ্চুরি সের্জিও র‌্যামোসের

আরও পড়ুন: আই লিগে জিতেও রোদ্দুর নেই ডিকাদের বারান্দায়

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement