বিপর্যয় এড়াল ফর্মুলা ওয়ান

পরিণতি ভয়ঙ্কর হতেই পারত। বিস্ময়কর ভাবে রক্ষা পেলেন ফর্মুলা ওয়ানের দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ফের্নান্দো আলোনসো ও কিমি রাইকোনেন। এ দিন অস্ট্রীয় গ্রাঁ প্রি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্র্যাকের দ্বিতীয় বাঁক ঘোরার সময় রাইকোনেনের ফেরারি নিয়ন্ত্রণ হারিয়ে গোঁত্তা মেরে ঢুকে যায় আলোনসোর ম্যাকলারেনের তলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৪:১৭
Share:

পরিণতি ভয়ঙ্কর হতেই পারত। বিস্ময়কর ভাবে রক্ষা পেলেন ফর্মুলা ওয়ানের দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ফের্নান্দো আলোনসো ও কিমি রাইকোনেন। এ দিন অস্ট্রীয় গ্রাঁ প্রি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্র্যাকের দ্বিতীয় বাঁক ঘোরার সময় রাইকোনেনের ফেরারি নিয়ন্ত্রণ হারিয়ে গোঁত্তা মেরে ঢুকে যায় আলোনসোর ম্যাকলারেনের তলায়। দুমড়ে মুচড়ে জট পাকিয়ে যায় দু’টি গাড়ি। তবে দুই চালকই অক্ষত বেরিয়ে আসেন। আলোনসোর কথায়, ‘‘আজ সত্যিই কপাল ভাল ছিল। না হলে আমার গাড়ির তলায় ঢোকার সময় রাইকোনেনের মাথা গুঁড়িয়ে যাওয়ার কথা!’’ দুই মার্সিডিজের দুরন্ত লড়াইয়ের রেস জিতলেন নিকো রোজবার্গ। দ্বিতীয় লুইস হ্যামিল্টন। তৃতীয় উইলিয়ামসের ফিলিপে মাসা। ফোর্স ইন্ডিয়ার নিকো হুল্কেনবার্গ ষষ্ঠ আর সের্জিও পেরেজ নবম হওয়ায় দশ পয়েন্ট পেল দল। নির্মাতাদের লড়াইয়ে লোটাসকে টপকে পঞ্চম স্থানে ফোর্স ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement