আকর্ষণ: প্রেসিডেন্ট লাপোর্তা বরণ করে নিচ্ছেন জ়াভিকে। রয়টার্স
সোমবার দুপুরে ক্যাম্প ন্যু-তে উৎসবের আবহ। বার্সেলোনার নতুন ম্যানেজার হিসাবে জ়াভি হার্নান্দেসের অভিষেকের সাক্ষী থাকতে শুধু ৯৪২২ সমর্থক নন, ম্যাঞ্চেস্টার থেকে উড়ে এসেছিলেন পেপ গুয়ার্দিওলাও! শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লিয়োনেল মেসি।
অভিভূত জ়াভিও। ১১ বছর বয়স থেকে বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্ক। ২০১৫ সালে জ়াভি সই করেন আল সাদে। চার বছর খেলার পরে অবসর নিয়ে কাতারের ক্লাবেরই ম্যানেজার হন। কিন্তু বার্সার এই দুঃসময়ে আর দূরে থাকতে পারলেন না। ফিরে এলেন নিজের ঘরে। নতুন ভূমিকায়। প্রিয় ক্লাবে সুদিন ফেরানোর সংকল্প ও স্বপ্ন নিয়ে।
চব্বিশ ঘণ্টা আগেই বার্সেলোনা পৌঁছে গিয়েছিলেন জ়াভি। সোমবার স্থানীয় সময় দুপুর একটায় ক্যাম্প ন্যু-তে আনুষ্ঠানিক ভাবে চুক্তিতে স্বাক্ষরের পনেরো মিনিট পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। টানেল দিয়ে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তোর সঙ্গে জ়াভি বেরিয়ে আসা মাত্র গ্যালারিতে গর্জন উঠল। ‘জ়াভি...জ়াভি’ গান গাইছিলেন বার্সা সমর্থকেরা। দ্রুত চুক্তিপত্রে স্বাক্ষর করেই তিনি এগিয়ে গেলেন গ্যালারির দিকে। ফুটবল জীবনে যে ভাবে তিনি দু’হাত তুলে ভক্তদের অভিবাদন গ্রহণ করতেন, একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলেন ফুটবলপ্রেমীরা।
সাংবাদিক বৈঠকে সম্পূর্ণ অন্য রূপ বার্সার নতুন ম্যানেজারের। শান্ত অথচ বলিষ্ঠ স্বরে বললেন, ‘‘আমি প্রচণ্ড উত্তেজিত। সকলকে ধন্যবাদ। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আমরাই বিশ্বের সেরা ক্লাব। সফল হওয়ার একমাত্র রাস্তা কঠোর পরিশ্রম করা। ড্র বা হার কখনওই মেনে নেওয়া সম্ভব নয়।’’ যোগ করেছেন,‘‘আমরা বার্সা। সব ম্যাচ আমাদের জিততেই হবে। আপনারা জানেন না, ক্লাবের ব্যর্থতা আমাকে কত কষ্ট দিয়েছে। এই দুঃসময়ে আপনাদের পাশে চাই। এই মুহূর্ত থেকে আমরা শুধু বার্সার কী ভাবে উন্নতি হয়, সেটাই ভাবব।’’
মেসি এবং ইনিয়েস্তার সঙ্গে জুটি বেঁধে বার্সাকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন জ়াভি। বার্সা ছেড়ে আর্জেন্টিনা অধিনায়ক যোগ দিয়েছেন প্যারিস সাঁ জারমাঁয়। প্রাক্তন সতীর্থকে নিয়ে উচ্ছ্বসিত জ়াভি বলেছেন, ‘‘মেসি অসাধারণ। ও আমার বন্ধু। আমাকে শুভেচ্ছা জানিয়ে বার্তাও পাঠিয়েছে।’’ এর পরেই যোগ করেছেন, ‘‘এটো, রোনাল্ডিনহোর মতো মেসিও এখানে নেই। আমি অবশ্যই ওদের মতো ফুটবলারদের কোচিং করাতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যতের কথাই শুধু ভাবতে হবে। যারা এখন বার্সায় নেই, তাদের কথা ভাবলে চলবে না।’’
প্রাক্তন গুরু গুয়ার্দিওলার পথই যে তিনি অনুসরণ করতে চান, খোলাখুলি জানিয়েছেন জ়াভি। তাঁর কথায়,‘‘এই মুহূর্তে একটা বিষয় খুব পরিষ্কার, আমরা একেবারেই ভাল জায়গায় নেই। আমাদের প্রধান লক্ষ্য ভাল ফুটবল উপহার দেওয়া এবং সাফল্য অর্জন করা। গুয়ার্দিওলাও এই দর্শনে বিশ্বাসী। ও বিশ্বের সেরা ম্যানেজার।’’ আরও বলেছেন, ‘‘আমি ভাগ্যবান ইয়োহান ক্রুয়েফ, ফ্র্যাঙ্ক রাইকার্ড, লুইস এনরিকে, লুই ফান হাল, গুয়ার্দিওলার মতো অভিজ্ঞ কোচেদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।’’
মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন জ়াভি। কিন্তু তাঁর উদ্বেগ বাড়াচ্ছে একাধিক ফুটবলারের চোট। বলেছেন,‘‘অনেক ফুটবলারের চোট রয়েছে। যা নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। ওদের দ্রুত সুস্থ করে তোলার জন্য ক্লাবের সঙ্গে কথা বলতে হবে।’’ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার পরেই জ়াভি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। বলেছেন,‘‘বিশ্বমানের উইঙ্গার সই করাতে চাই। যে ম্যাচের রং বদলে দিতে পারে।’’
কার্লেস পুয়োল, সেস ফ্যাব্রেগাস-সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন সতীর্থকে। অসংখ্য সমর্থকের মতো তাঁরাও আশাবাদী, জ়াভির কোচিংয়েই স্বমহিমায় ফিরবে বার্সেলোনা।