Suruchi Sangha

টানা তিন বছর চ্যাম্পিয়ন! কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে উঠল সুরুচি সংঘ

গত বছর দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয় সুরুচি সংঘ। তার আগের বছর তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর এ বার প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠল সুরুচি সংঘ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ২১:৪৫
Share:

কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন সুরুচি সংঘ। ছবি: সংগৃহীত।

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে উঠল সুরুচি সংঘ। মঙ্গলবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে হারাল তারা। এর ফলে প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সংঘ।

Advertisement

৩৯ পয়েন্ট পেয়ে কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হল সুরুচি সংঘ। টানা তিন বছর একটি একটি করে ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে উন্নতির ধারা অব্যাহত রাখল তারা। গত বছর দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয় সুরুচি সংঘ। তার আগের বছর তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর এ বার প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠল সুরুচি সংঘ। অর্থাৎ, আগামী বছর তারা ইস্টবঙ্গল, মোহনবাগান, মহমেডানের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে।

মঙ্গলবারের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে হারিয়ে লক্ষ্য পূর্ণ করেছে সুরুচি সংঘ। তাদের হয়ে জোড়া গোল শফিক আলী গায়েনের। আর একটি গোল এসেছে জীতেন সোরেনের পা থেকে। এই সাফল্যের জন্য কোচ, খেলোয়াড় এবং কর্তাদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সাধারণ সচিব স্বরূপ বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement