ফাইল চিত্র।
সব ঠিক থাকলে চলতি আইএসএলেই ফের এটিকে-মোহনবাগানের রক্ষণে খেলতে দেখা যেতে পারে সন্দেশ জিঙ্ঘনকে। গত বার সবুজ-মেরুনেই ছিলেন ভারতীয় দলের এই ডিফেন্ডার। মরসুম শেষ হওয়ার পরে সন্দেশ সই করেন ক্রোয়েশিয়ার সিবেনিকে।
ক্রোয়েশিয়ার ক্লাবে যোগদানের মাত্র কয়েক দিনের মধ্যেই অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরে দলে ঢুকলেও প্রথম একাদশে জায়গা পাননি সন্দেশ। এই পরিস্থিতিতে ফের চোট পান তিনি। সুস্থ হতে মাসখানেক আগেই ভারতে ফিরেছেন সন্দেশ। এখন তিনি নিজেও আগ্রহী এটিকে-মোহনবাগানে ফিরতে।
চলতি আইএসএলের প্রথম ম্যাচ থেকেই রক্ষণে সন্দেশের অভাব অনুভব করছে এটিকে-মোহনবাগান। আটটি ম্যাচ হয়ে যাওয়ার পরেও তাঁর শূন্যস্থান পূরণ করার মতো ডিফেন্ডার পাওয়া যায়নি। গত মরসুমে লিগ পর্বে সব চেয়ে কম গোল খেয়েছিল এটিকে-মোহনবাগান। ২০টি ম্যাচে মাত্র ১৫টি। অথচ এ বার ঠিক উল্টো ছবি। ইতিমধ্যেই ১৬টি গোল খেয়েছে তারা। পরিস্থিতি সামলাতে ফের সন্দেশকে ফেরাতে মরিয়া হয়ে উঠছেন এটিকে-মোহনবাগানের কর্তারা। তবে সমস্যা হচ্ছে সিবেনিকের সঙ্গে ভারতীয় ডিফেন্ডারের চুক্তি এখনও শেষ হয়নি। ক্রোয়েশিয়ার ক্লাব ছাড়পত্র না দিলে সন্দেশের পক্ষে সবুজ-মেরুন জার্সি পরে ফের মাঠে নামা সম্ভব নয়। জানা গিয়েছে, সিবেনিকের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে এটিকে-মোহনবাগানের। আজ, সোমবারের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। এটিকে-মোহনবাগানে দেখা যেতে পারে ব্রাইট এনোবাখারেকেও। সূত্রের খবর, গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়া স্ট্রাইকারের এজেন্ট দীর্ঘ দিন ধরেই সবুজ-মেরুন কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
প্রস্তুতি নিতে য়ুকি মেলবোর্নে: ভারতের তারকা টেনিস খেলোয়াড় য়ুকি ভামব্রি অস্ট্রেলীয় ওপেনে খেলার লক্ষ্যে মেলবোর্ন পৌঁছলেন। ২৯ বছর বয়সি য়ুকি ২০১৮ সালের পরে প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলবেন যোগ্যতা অর্জন পর্ব পেরোতে পারলে। ২০১৯ এবং ২০২০ সালে ভামব্রি খেলতে পারেননি তাঁর দুই হাঁটুতেই ‘টেন্ডোনাইটিস’-এর জন্য। এর পরে এপ্রিলে তিনি একটি চ্যালেঞ্জার প্রতিযোগিতা খেলার আগে করোনা আক্রান্ত হন।