Pep Guardiola

মাঠের বাইরেও গুয়ার্দিওলা চাপে, সমর্থকের সঙ্গে ঝগড়ার ভিডিয়ো প্রকাশ্যে, পাল্টা মোরিনহোকেও

মাঠের বাইরেও চাপে পড়লেন পেপ গুয়ার্দিওলা। সমর্থকের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির কোচের ঝগড়ার একটি পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। পাশাপাশি, হোসে মোরিনহোর সঙ্গেও কথার যুদ্ধে জড়িয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯
Share:

ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

মাঠের বাইরে একের পর এক ম্যাচে হেরেছে তাঁর দল। এ বার মাঠের বাইরেও চাপে পড়লেন পেপ গুয়ার্দিওলা। সমর্থকের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির কোচের ঝগড়ার একটি পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। পাশাপাশি, হোসে মোরিনহোর সঙ্গেও কথার যুদ্ধে জড়িয়েছেন তিনি।

Advertisement

লিভারপুল ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি, গত মরসুমের এফএ কাপ ফাইনালের পর এই ঘটনা ঘটেছিল। সেই ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারিয়েছিল সিটিকে। তার পর স্যালফোর্ডের রাস্তায় হাঁটার সময় গুয়ার্দিওলার উদ্দেশে এক সমর্থক বলেছিলেন, “আপনার জন্যই আমরা হেরেছি।” গুয়ার্দিওলাও পাল্টা বলেন, “আপনি জানেন কোন ট্রফির ফাইনাল খেললাম?” বিষয়টি আরও গড়ানোর আগেই দুই ব্যক্তি এসে গুয়ার্দিওলা এবং ওই সমর্থককে দূরে সরিয়ে দেন।

এ দিকে, মোরিনহোর থেকে তাঁর বেশি প্রিমিয়ার লিগ আছে বলে মন্তব্য করে প্রাক্তন চেলসি কোচকে কটাক্ষ করেছিলেন গুয়ার্দিওলা। পাল্টা মোরিনহো ম্যান সিটির দিকে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে কটাক্ষ করেছিলেন। যার জবাবে গুয়ার্দিওলা বলেছেন, “যত দিন না দোষী প্রমাণিত হচ্ছে ক্লাব তত দিন আমরা নির্দোষ।”

Advertisement

একই সঙ্গে তিনি বলেছেন, “মোরিনহোর থেকে আমার ট্রফি বেশি এটা তো মিথ্যা নয়। যদি তার জন্য মোরিনহো দুঃখ পেয়ে থাকে তা হলে আমি ব্যথিত। ওকে আঘাত করতে চাইনি। বার বার বলছি, বিচারকদের সিদ্ধান্তের অপেক্ষা করুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement