এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র।
মোহনবাগান ক্লাবে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। লিয়োনেল মেসির সতীর্থকে দেখার জন্য টিকিট দেওয়া শুরু হয়েছিল শনিবার। ময়দানের পিডব্লুউডি গ্যালারি থেকে সমর্থকদের জন্য টিকিট দেওয়া শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল টিকিট।
মোহনবাগানের তরফে গত শুক্রবার জানানো হয়েছিল, ৪ জুলাই বিকেল ৪.৩০ মিনিটে সবুজ-মেরুন ক্লাবে আসবেন মার্তিনেস। সেই টিকিট পাওয়া যাবে শনিবার থেকে। শনি এবং রবিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সবুজ-মেরুন ক্লাবের সদস্যেরা একটি করে টিকিট পাবেন। ক্লাবের অফিস থেকে সেই টিকিট পাবেন সদস্যেরা। তাঁরা ক্লাবের সদস্য গ্যালারিতে বসতে পারবেন। সাধারণ মানুষ টিকিট নিতে পারবেন পিডব্লিউডি কাউন্টার থেকে। তাঁরা পিডব্লিউডি গ্যালারিতে বসতে পারবেন। সেই মতো শনিবার পিডব্লিউডি কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়। প্রথম দিনই অসংখ্য ফুটবলপ্রেমী ভিড় করেছিলেন টিকিটের জন্য। মাত্র ২ ঘণ্টায় শেষ হয়ে গেল সাধারণ মানুষের জন্য বরাদ্দ টিকিট। শনিবার সন্ধ্যায় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
মার্তিনেসের সফর ঘিরে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে। বহু মানুষ সামনে থেকে আর্জেন্টিনার গোলরক্ষককে দেখতে চান। টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেককেই ফিরতে হয়েছে হতাশ হয়ে। কাতার বিশ্বকাপে লিয়োনেল মেসির দলের প্রধান গোলরক্ষক ছিলেন মার্তিনেস। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন মার্তিনেস। তিনি আসছেন কলকাতায়। তাঁকে সামনে থেকে দেখার উৎসাহ রয়েছে।
শহরে আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার গোলরক্ষক। সেখানে সাধারণ মানুষের সুযোগ থাকবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে কাছ থেকে দেখার। শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্তিনেস। ৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তাঁর। ৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে।
একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা’। সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্যকাহিনি জানাবেন মেসির প্রিয় দিবু। বেলা সাড়ে ১২টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। মিলনমেলার অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবেন তাঁরা।