Kolkata Derby

১০ মার্চ ডার্বি নিয়ে নতুন সমস্যা, পুলিশ রাজি থাকলেও সময় নিয়ে আপত্তি সম্প্রচারকারী চ্যানেলের

আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে জট যেন কাটছেই না। প্রথমে ১০ তারিখের ম্যাচ নিয়ে পুলিশের আপত্তি। তারা সময় দিলেও তৈরি হয়েছে নতুন সমস্যা। নতুন সময় নিয়ে আপত্তি সম্প্রচারকারী চ্যানেলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ২২:২৭
Share:

—প্রতীকী চিত্র।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফিরতি ডার্বি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। প্রথমে ঠিক হয়েছিল পরিবর্তন হচ্ছে না ডার্বির দিন। সূচি অনুযায়ী, ১০ মার্চ-ই যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। পরিবর্তন হচ্ছে শুধু ম্যাচের সময়ের। সন্ধ্যা ৭.৩০ মিনিটের পরিবর্তে খেলা শুরু হবে রাত ৯টায়।

Advertisement

কিন্তু এর পরেও নতুন সমস্যা তৈরি হয়েছে। পুলিশ রাত ৯ টায় ম্যাচ শুরু করতে রাজি হলেও সেই সময় টিভি স্লট পাওয়া যাচ্ছে না। ফলে রাত ৯ টায় ম্যাচ করতে রাজি হচ্ছে না আইএসএলের আয়োজক এফএসডিএল। খুব বেশি হলে রাত ৮ টা পর্যন্ত ম্যাচ পিছতে পারে তারা। তা না হলে ম্যাচ জামশেদপুর নিয়ে যেতে চায় তারা। ফলে ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাও খোলা থাকছে। যা জানা যাচ্ছে পুলিশ সরকারি ভাবে তাদের সিদ্ধান্ত জানালে তার পরই ডার্বি ম্যাচের সময় ঘোষণা করবে এফএসডিএল। মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের সঙ্গে আরও এক দফা বৈঠক হওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। পুলিশ যদি রাত ৮টায় ম্যাচ করতে রাজি হয়, তা হলে যুবভারতীতে ১০ মার্চই হবে ডার্বি। না হলে জামশেদপুরে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা।

১০ মার্চ ব্রিগেডে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সে কারণে যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আয়োজক ইস্টবেঙ্গলকে ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকেও জট খোলেনি। বিধাননগর পুলিশ কমিশনারেট অনুরোধ করেছিল ৯ এবং ১০ মার্চ ডার্বি না করতে।

Advertisement

একাধিক সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল কলকাতা ডার্বি নিয়ে। ম্যাচের দিন পরিবর্তনের কথা প্রথমে শোনা গিয়েছিল। তাতে আইএসএল আয়োজকদের সম্মতি ছিল না। কারণ, প্রতিযোগিতার সূচি বিঘ্নিত করতে চায়নি তারা। বিকল্প হিসাবে ম্যাচটি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও শোনা গিয়েছিল। সে ক্ষেত্রে এগিয়ে ছিল ভুবনেশ্বর এবং জামশেদপুর। দ্বিতীয় সম্ভাবনাটি আবার নতুন করে উজ্জ্বল হতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement