ISL 2023-24

রুদ্ধশ্বাস ম্যাচে জিতল মুম্বই

১৬ মিনিটে গোয়াকে এগিয়ে দেন বরিস সিংহ। ৫৬ মিনিটে ২-০ করেন ব্রেন্ডন ফার্নান্দেস। যখন গোয়ার ফুটবলাররা উৎসবের আনন্দে মাতোয়ারা, তখনই আঘাত হানেন ছাংতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৮:০৯
Share:

ত্রাতা: সংযুক্ত সময়ে দু’গোল করে মুম্বইয়ের নায়ক ছাংতে।   ছবি: এক্স।

রুদ্ধশ্বাস ম‌্যাচের সাক্ষী থাকল গোয়ার ফতোরদা স্টেডিয়াম। ৮৯ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে থাকার পরেও ম‌্যাচ শেষে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ল মুম্বই সিটি এফসি। জোড়া গোল করে গত বারের লিগ শিল্ড জয়ীদের প্রথম পর্বে জয় এনে দিলেন লাললিয়ানজ়ুয়ালা ছাংতে। মুম্বইয়ের অন‌্য গোলদাতা বিক্রম প্রতাপ সিংহ।

Advertisement

১৬ মিনিটে গোয়াকে এগিয়ে দেন বরিস সিংহ। ৫৬ মিনিটে ২-০ করেন ব্রেন্ডন ফার্নান্দেস। যখন গোয়ার ফুটবলাররা উৎসবের আনন্দে মাতোয়ারা, তখনই আঘাত হানেন ছাংতে। ৯০ মিনিটে মাঝমাঠ থেকে জয়েশ রানের চমৎকার থ্রু ধরে ১-২ করেন ছাংতে। মাত্র এক মিনিটের মধ‌্যেই ২-২ করেন বিক্রম। (৯০+৬) মিনিটে ফের সেই জয়েশ রানে ও ছাংতে জুটি। জয়েশের পাস থেকেই নিজের দ্বিতীয় গোল ছাংতের। সোমবার দ্বিতীয় পর্বে নিজেদের মাঠে নামবে মুম্বই। ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে গোয়াকে। এক গোলে জিতলে ফয়সালা হবে টাই ব্রেকারে। তবে ম্যাচ ড্র হলে ফাইনালে উঠবেন ছাংতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement