Mohun Bagan

হাবাসের জ্বর, রবিবার অভিভাবকহীন মোহনবাগান? তিন পয়েন্ট পেতে মরিয়া সবুজ-মেরুন

১৮ দিন পরে আবার আইএসএলে খেলতে নামছে মোহনবাগান। রবিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। পয়েন্ট তালিকায় ১১ নম্বরে থাকা দলের বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ২০:৫৯
Share:

আন্তোনিয়া লোপেজ হাবাস। — ফাইল চিত্র।

দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন ফুটবলারেরা। ১৮ দিন পরে আবার আইএসএলে খেলতে নামছে মোহনবাগান। রবিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। পয়েন্ট তালিকায় ১১ নম্বরে থাকা দলের বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন। এর থেকে সহজ ম্যাচ হয়তো হতে পারত না মোহনবাগানের পক্ষে। তবে ম্যাচের আগে কিছুটা চিন্তায় তারা। কারণ, কোচ আন্তোনিয়ো হাবাস অসুস্থ। জ্বর হয়েছে তাঁর। রবিবার ডাগআউটে থাকতে পারবেন, এমন নিশ্চয়তাও নেই।

Advertisement

শনিবার সাংবাদিক বৈঠকে হাবাস আসতে পারেননি। অনুশীলনেও ছিলেন না। এসেছিলেন সহকারী কোচ ম্যানুয়েল কাস্তালেনা। তিনিই হাবাসের অসুস্থতার কথা জানালেন। পাশাপাশি এ-ও বলে রাখলেন, চেন্নাইয়িনকে সহজ প্রতিপক্ষ হিসাবে দেখছেন না। ম্যানুয়েলের কথায়, “আমাদের কাছে সব দলই সমান। আমাদের হারাতে পারলে চেন্নাইয়িন প্রথম ছয়ে শেষ করার দৌড়ে অনেক এগিয়ে যাবে। তাই ওরা মরিয়া হয়ে থাকবে জয়ের জন্য। ওদের কোচ যথেষ্ট ভাল। দলটাও অভিজ্ঞ। তাই আমাদের কাজ সহজ হবে না।”

বিরতির আগে ভাল ছন্দে ছিল মোহনবাগান। টানা তিনটি ম্যাচে জিতেছিল তারা। সেই ছন্দ কি এত দিন পরেও বজায় রাখতে পারবে তারা? ম্যানুয়েল বলেছেন, “আশা করি ছন্দ নষ্ট হবে না। কালকেই সেটা আপনারা বুঝতে পারবেন। দেশের হয়ে খেলার থেকে বড় আর কিছু হয় না। আমাদের কোচও বিশ্বাস করেন সেটা। গত কাল পুরো দল নিয়ে অনুশীলন করেছিলাম। আজও করব। আশা করি ম্যাচে কোনও সমস্যা হবে না।”

Advertisement

তবে হাতে সব অস্ত্রকে পাচ্ছে না মোহনবাগান। চোটের কারণে সাহাল সামাদ এবং জনি কাউকো খেলতে পারবেন না। ম্যানুয়েল জানালেন, নতুন দুই ফুটবলারকে খেলাবেন তাঁরা। দলে চোট রয়েছে আরও কয়েক জনের। ম্যানুয়েলের কথায়, “এখনও ২-৩ জন ফুটবলারের শারীরিক সমস্যা রয়েছে। কালকের ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল নয়। এখনও চারটে ম্যাচ রয়েছে। কাল তিন পয়েন্টের জন্য নামব। ম্যাচ জয়ের মতো ফুটবলার আমাদের হাতে রয়েছে। সাহালকে নিয়ে আপাতত সমস্যা নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement