পেনাল্টি থেকে মির্জালোল কাসিমোভের গোল করার সেই মুহূর্ত। —ফাইল চিত্র।
কিশোর ভারতী স্টেডিয়ামে গত রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে দর্শক তাণ্ডবের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, হয়তো শাস্তির মুখে পড়তে হবে মহমেডান স্পোর্টিং ক্লাবকে। মঙ্গলবার সেটাই দেখা গেল। তাদের এক লক্ষ টাকা জরিমানার কথা জানিয়েছে আইএসএল। পাশাপাশি শো-কজ়ও করা হয়েছে। আগামী শনিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে মহমেডানের। তার আগেই এই বিষয় নিয়ে ক্লাবকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মহমেডানের বিরুদ্ধে ২-১ গোলে দল এগিয়ে যেতেই উৎসব শুরু করে দিয়েছিলেন কেরলের সমর্থকরা। তাতেই ক্ষুব্ধ হয়ে তাঁদের লক্ষ্য করে বোতল, পাথর ও জুতো ছুড়তে থাকে মহমেডান জনতা। বোতলের আঘাতে কেরলের এক সমর্থক মাথায় চোটও পান। প্রায় আট মিনিট বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় প্রায় ১০০ জন কেরল সমর্থক
মাঠ ছাড়েন।
খেলা শেষ হওয়ার পরেই কেরল ব্লাস্টার্সের তরফে সমাজমাধ্যমে বিশাল বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়, “আমাদের সমর্থকদের উপরে যে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে, তা নিয়ে কেরল ব্লাস্টার্স খুবই শঙ্কিত। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কলকাতার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।” মহমেডানের বিরুদ্ধে সরকারি ভাবে আইএসএলে অভিযোগও দায়ের করা হয় কেরল ব্লাস্টার্সের পক্ষ থেকে।
চব্বিশ ঘণ্টা আগেই মহমেডান কর্তাদের সঙ্গে রবিবারের ঘটনা নিয়ে আলোচনায় বসেছিলেন আইএসএল কর্তৃপক্ষ। বৈঠকে তাঁরা কিশোর ভারতীতে খেলা না দেওয়ার অথবা দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এর পরেই শাস্তি এড়াতে
মহমেডানের তরফে ক্ষমা চেয়ে চিঠি দেওয়া হয়। যদিও তাতে খুব একটা কাজ হল না।
শাস্তি পুরোপুরি এড়ানো গেল না। মঙ্গলবার আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়ে মহমেডানের এক কর্তা বললেন, ‘‘দর্শকদের আচরণের জন্য ক্ষমা না চাইলে আমাদের হয়তো আরও কড়া শাস্তি দিত আইএসএল।’’