উল্লাস: পাঠচক্রকে হারিয়ে মহমেডান ফুটবলাররা। ছবি: সুদীপ্ত ভৌমিক।
চলছে মহমেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ। মঙ্গলবার ঘরের মাঠে তারা ৪-০ গোলে হারিয়েছে পাঠচক্রকে। টানা তিন ম্যাচ জয়ের পরে উল্লসিত মহমেডান শিবিরও। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেছেন, ‘‘এই জয় নিঃসন্দেহে আনন্দের, তবে এই ধারা বজায় রাখতে হবে আমাদের।’’
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণের ঝড় তোলে মহমেডান। নতুন ভাবে মাঠের জল নিকাশী ব্যবস্থাকে উন্নত করার পরে পাল্টে গিয়েছে পরিবেশ। প্রবল বৃষ্টির পরেও ম্যাচ খেলতে সমস্যা হয়নি দুই দলের ফুটবলারদের। ২৬ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। এই নিয়ে চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে পাঁচ গোল হয়ে গেল তাঁর। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল মহমেডান।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে মহমেডান। ৬১ মিনিটে ব্যবধান বাড়িয়ে যান বিকাশ সিংহ। সতীর্থ ব্যারেটোর বাড়ানো বল ধরে গোল করেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে দলের পক্ষে তৃতীয় গোল করেন বেনেস্টোন ব্যারেটো। ৯০ মিনিটে মহমেডানের পক্ষে শেষ গোল সুজিত সিংহের। একটি গোল করে এবং একটি গোল করিয়ে ম্যাচের সেরার পুরস্কার হন ব্যারেটো। তিনি বলেছেন, ‘‘আমরা শুরু থেকেই বেশি গোল করার লক্ষ্য নিয়ে খেলা শুরু করি। সকলেই সেরা ফুটবল খেলেছে। তবে লিগ সবে শুরু হয়েছে। এখনও বড় ম্যাচ রয়েছে। আমাদের তাই এই ছন্দ ধরে রেখে নির্ভুল খেলতে হবে।’’
কোচ মেহরারজও দলের টানা জয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তিনি বলেছেন, ‘‘দলকে ছোট ছোট পাসে খেলার সঙ্গে অভ্যস্ত করে তুলেছি। ম্যাচেও তার প্রতিফলন ধরা পড়েছে।’’ যোগ করেন, ‘‘ব্যারেটো খুব প্রতিভাবান ফুটবলার। নিজে গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছে। আমি এই ধরনের দলীয় সংহতি পছন্দ করি।’’
নতুন তারকা ডেভিডের এখনও পর্যন্ত পাঁচ গোল নিয়েও প্রশংসা করেন মহমেডান কোচ। তিনি বলেছেন, ‘‘ও তরুণ স্ট্রাইকার। ফলে মাঠে নেমে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে। তবে আমার পরামর্শ থাকবে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ওকে খেলতে হবে। এখনও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে।’’