Manvir Singh

চোট পেয়ে ফিরছেন মনবীর

মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন মোহনবাগান তারকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ০৭:৫৮
Share:
মনবীর সিংহ।

মনবীর সিংহ। —ফাইল চিত্র।

আইএসএলের শেষ চারের দ্বৈরথের আগে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে মনবীর সিংহের জন্য উদ্বেগ, স্বস্তি সাহাল আব্দুল সামাদকে নিয়ে। মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন
মোহনবাগান তারকা।

Advertisement

আইএসএলের শেষ চারের প্রথম পর্বে মোহনবাগানের ম্যাচ আগামী ৩ এপ্রিল। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন সাহাল। তাঁর খেলার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু মনবীর কি পারবেন? সবুজ-মেরুনের অন্দরমহলের খবর আজ, বৃহস্পতিবার তিনি দলে যোগ দিচ্ছেন। তার পরেই ডাক্তারি পরীক্ষা হবে ভারতীয় স্ট্রাইকারের। স্পষ্ট হয়ে যাবে মনবীরের আঘাত কতটা গুরুতর? কবে তিনি মাঠে ফিরতে পারবেন? মোহনবাগান শিবিরের অভিযোগ, শিলংয়ে জাতীয় দলের অনুশীলনে বেশি ওজন তুলতে গিয়েই নাকি মনবীর চোট পেয়েছেন। ফেডারেশনের তরফে যদিও চোটের কারণ জানানো হয়নি। মনবীরকে নিয়ে অস্বস্তির মধ্যেই শেষ চারের দ্বৈরথের প্রস্তুতিতে মগ্ন মলিনা। তিনি এখন বেশি জোর দিচ্ছেন ফিটনেস ট্রেনিংয়ের উপরে।

এ দিকে বুধবার বিকেলে ময়দানে মোহনবাগান তাঁবুতে মাঠকর্মীদের জন্য নতুন বাসস্থান ‘ভাসিয়া মালি ভবন’ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী, সত্যজিৎ চট্টোপাধ্যায় ও মানস ভট্টাচার্য। ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত এবং অন্যতম সহ-সভাপতি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement