Liverpool

গোল বাতিলের পর ডাইকের গোলেই জয়, শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ট্রফি লিভারপুলের

কারাবায়ো কাপ জিতে নিল লিভারপুল। চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোল ম্যাচ জিতল লিভারপুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৮
Share:

গোলের পর উচ্ছ্বাস লিভারপুলের। ছবি: রয়টার্স।

কারাবায়ো কাপ জিতে নিল লিভারপুল। চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোল ম্যাচ জিতল লিভারপুল।

Advertisement

লিভারপুলের ভিরজিল ভ্যান ডিহিকের গোল বাতিল হয়ে গিয়েছিল। তাঁর করা গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতল লিভারপুল। ওয়েম্বলিতে কারাবায়ো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি এবং লিভারপুল। ৯০ মিনিটের খেলায় কোনও দলই গোল করতে পারেনি। তবে দুই দলেরই একটি করে বাতিল হয়ে যায়। ভারের মাধ্যমে বাতিল হয় গোলগুলি। লিভারপুলের ডিহিক গোল করেছিলেন। তাঁদের উৎসব থেমে যায় ভারের সিদ্ধান্তের পর। যদিও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের খেলায় ১১৮ মিনিটের মাথায় গোল করে দলকে জেতালেন সেই ডিহিক।

চেলসির হয়ে স্টারলিং একটি গোল করেছিলেন। কিন্তু সেই গোলও বাতিল করে দেন রেফারি। তাই ৯০ মিনিটে কোনও দলকে আলাদা করা যায়নি। অতিরিক্ত সময়ের খেলায় চেলসিকে ছন্নছাড়া দেখাচ্ছিল। কিন্তু গোল করতে পারছিল না লিভারপুল। একটা সময় মনে হচ্ছিল টাইব্রেকারে যাবে খেলা। কিন্তু শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান ডিহিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement